এখন পড়ছেন
হোম > জাতীয় > সম্পূর্ণ দেশীয় প্রযুক্ততিতেই করোনা সংক্রমণ রুখতে বদ্ধ পরিকর ভারত, বড়সড় পদক্ষেপ ICMR-এর

সম্পূর্ণ দেশীয় প্রযুক্ততিতেই করোনা সংক্রমণ রুখতে বদ্ধ পরিকর ভারত, বড়সড় পদক্ষেপ ICMR-এর

করোনা ভাইরাসের মত ভয়াবহ মারণ ভাইরাসকে কোনভাবেই আয়ত্তে আনা যাচ্ছে না। নানা বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, প্রত্যেকেই এই ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার করার চেষ্টা করলেও, এখনও পর্যন্ত সমস্যা অধরাই রয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে, ততই এই ভাইরাসের প্রকোপ বাড়ছে ভারতবর্ষে। আর এমত পরিস্থিতিতে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে করোনা ভাইরাসের সংক্রমন হতে বদ্ধপরিকর হল ভারতবর্ষ।

সূত্রের খবর, সম্প্রতি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে এই করোনা প্রতিষেধক তৈরি করবে। এমনকি এই ব্যাপারে ভারতবর্ষ যে অনেকটাই এগিয়ে গেছে, সেকথাও জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে এতদিন যে করোনা প্রতিষেধক তৈরীর জন্য ভারতবর্ষ বিশ্বের অন্যান্য দেশের দিকে তাকিয়ে ছিল, এবার সেই ভারত নিজে থেকেই স্বাবলম্বী হয়ে করোনা প্রতিষেধক তৈরি করার উদ্যোগ নেওয়ায় রীতিমত আশার আলো তৈরি হয়েছে গোটা দেশজুড়ে। জানা গেছে, করোনা প্রতিষেধক তৈরিতে জীবাণুর একটি স্ট্রেইনের প্রয়োজন ছিল। ইতিমধ্যেই সেটি ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেটি ভারত বায়োটেকে সফলভাবে পাঠিয়ে দেওয়াও হয়েছে।

আর তারপর থেকেই পরীক্ষাগারে করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরীর আপ্রাণ চেষ্টা চলছে বলে জানা গেছে‌। শুধু তাই নয়, খুব তাড়াতাড়ি টিকা হিসেবে যাতে তার সদ্ব্যবহার করা যায়, তার উপরেও জোর দিচ্ছে আইসিএমআর। বিশেষজ্ঞরা বলছেন, যদি সত্যিই ভারতবর্ষ এই পদ্ধতি অবলম্বন করে সাফল্য পায় এবং করোনা প্রতিষেধক তৈরি করতে পারে, তাহলে তা গোটা বিশ্বে মডেল হয়ে যাবে।

কেননা এখনও পর্যন্ত প্রতিটি দেশ এই করোনা প্রতিষেধক তৈরির ব্যাপারে চেষ্টা চালালেও, কেউ এখনও পর্যন্ত সাফল্য পায়নি। তবে যে ভারতবর্ষ অতীতে নানা কঠিন মুহূর্তে গোটা বিশ্বকে পথ দেখিয়েছে, এই করোনা ভাইরাসের মত সংকটজনক মুহূর্তে ভারতবর্ষ যদি করোনা প্রতিষেধক তৈরি করে, তাহলে তা সকলের কাছে মাস্টারস্ট্রোক হয়ে যাবে বলেই মত বিশ্লেষকদের। এখন শেষ পর্যন্ত ভারত এই ব্যাপারে কতটা সাফল্য পায়, তার দিকেই তাকিয়ে গোটা দেশবাসী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!