এখন পড়ছেন
হোম > অন্যান্য > সিডনি টেস্টে ভারতীয় ক্রিকেটারদের করা হলো বর্ণবিদ্বেষী কটাক্ষ, চড়েছে উত্তেজনার পারদ। জানুন বিস্তারিত

সিডনি টেস্টে ভারতীয় ক্রিকেটারদের করা হলো বর্ণবিদ্বেষী কটাক্ষ, চড়েছে উত্তেজনার পারদ। জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের অস্ট্রেলিয়া সফর যেন ক্রমশই বাড়াচ্ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে সিডনি টেস্টের আগে বায়ো-বাবল এর নিয়ম লঙ্ঘন করায় ভারতের রোহিত সহ ভারতের ৫ ক্রিকেটারকে আইসলাসানে পাঠানো নিয়ে যথেষ্ঠ বিতর্ক এবং জল্পনা সৃষ্টি হয়। এবার উঠে এসেছে বর্ণবৈষম্যমূলক তীব্র কটাক্ষের অভিযোগ অস্ট্রেলীয় দর্শকদের বিরুদ্ধে।

সিডনি টেস্টের তৃতীয় দিনে, ভারতের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয় খেলার মাঠে তাদের বিরুদ্ধে দর্শকদের তরফ থেকে বর্ণবৈষম্যমূলক কটাক্ষ করা নিয়ে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত কিছু মাদক আসক্ত মত্ত দর্শকের বর্ণবৈষম্যমূলক কটাক্ষের শিকার হন ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত ভোমরা এবং মোহাম্মদ সিরাজ। তৃতীয় দিনের খেলার মাঝেই অধিনায়ক রাহানে মাঠে উপস্থিত আম্পায়ারদের এই ঘটনাটির ব্যাপারে জানায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে অভিযোগ দায়ের করার পর বিসিসিআইয়ের তরফে ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা হিসেবেই পরিচিত সেখানে এ ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া হবে না। তিনি আরও বলেন, আইসিসির নিয়ম অনুযায়ী কোন প্রকার বর্ণবৈষম্য মূলক মন্তব্য সম্পূর্ণ নিষিদ্ধ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঘটনা এখানেই থেমে থাকেনি টেস্টের চতুর্থ দিনের খেলা কিছুক্ষণের জন্য থমকে যায় আবার সেই একই ঘটনায়। মাঠে উপস্থিত দর্শকদের একাংশ ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ এর বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করে। ভারতের অধিনায়ক রাহানে আম্পায়ারকে জানালে মাঠে উপস্থিত পুলিশ সেই সকল দর্শককে মাঠ থেকে বার করে দেয় এবং তারপর আবার খেলা শুরু হয়।

এই ঘটনার পর রবিবার ক্রিকেট অস্ট্রেলিয়া তরফে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয় এবং ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় তারা এই ঘটনার পূর্ণ তদন্ত করবে। দর্শকদের থেকে ক্রিকেটারদের এই ধরনের বৈষম্যমূলক কটাক্ষ কোনোভাবেই মেনে নেওয়া হবেনা বলেও জানানো হয় ক্রিকেট অস্ট্রেলিয়া তরফে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে আরও জানানো হয়েছে এই ঘটনার জন্য যারা দায়ী সেই সকল দর্শকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তারা এই ঘটনায় আইসিসি তদন্ত শেষ হওয়ার অপেক্ষা করছে।

হারবাজান সিং, ভিভিএস লাক্সমান, মাইক হাসি সহ বহু ভারতীয় এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার এই ঘটনার তীব্র নিন্দা করেছে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি টুইট করে বলেন অত্যন্ত গুরুত্ব দিয়ে এই ঘটনাটি দেখাও উচিত এবং যেসব ব্যক্তির ঘটনার জন্য দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!