এখন পড়ছেন
হোম > অন্যান্য > ব্রিসবেনে বৃষ্টি বিঘ্নিত দিনের শেষে কি অবস্থায় ভারত? জানুন বিস্তারিত

ব্রিসবেনে বৃষ্টি বিঘ্নিত দিনের শেষে কি অবস্থায় ভারত? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্রিসবেনে সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৬৯ রান করে। অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম মার্নস লাবুশ্চানের শতরান। লাবুশ্চানের শতরানের উপর ভিত্তি অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস গড়ে তোলে। দলের অধিনায়ক টিম পেন অর্ধশত রান রান করে। এছাড়াও ম্যাথু ওয়েড ৪৫ এবং ক্যামেরুন গ্রীন ৪৭ রান করে আউট হয়। আগের ম্যাচে প্রচুর রান পেলেও এই ম্যাচের প্রথম ইনিংসে স্টিভ স্মিথ ৩৬ রানে আউট হয়। ভারতের তরফে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে দুই বোলার, টি নাটারাজান, ওয়াশিংটন সুন্দর ৩টি করে উইকেট পায়ে। এছাড়াও শারদুল ঠাকুর ৩ টি উইকেট ছিনিয়ে নেয়।

অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নামা ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৩৩৬ রান করে অলআউট হয়। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে রোহিত শর্মা, পুজারা, রাহানে, আগারওয়াল প্রত্যেকেই শুরুটা ভালো করলেও কেউই তাদের ইনিংস গড়ে তুলতে পারেনি। ভারতের পক্ষে ঘুরে দাঁড়ানো যখন মুশকিল মনে হচ্ছিল,তখন ওয়াশিংটন সুন্দর এবং শার্দুল ঠাকুর ব্যাট করতে নেমে অসাধারণ ব্যাটিং এর প্রদর্শন করে।

সুন্দর এবং ঠাকুরের পার্টনারশিপ ভারতকে লড়াকু ৩৩৬ রানে পৌঁছে দেয়। দুজনেই তাদের অর্ধশত রান পূর্ণ করে। সুন্দর ৬২ রানে এবং ঠাকুর ৬৭ রানে আউট হয়। অস্ট্রেলীয় বোলারদের মধ্যে, হেজেলউড, ৫ উইকেট ছিনিয়ে নিয়েছে। এছাড়াও স্টার্ক এবং কামিন্স দুটি করে উইকেট ছিনিয়ে নিয়েছে। এরপর দিনের শেষে ব্যাট করতে নেমে, অস্ট্রেলিয়া ২১ রান করে, ৫৪ রানের লিড নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসে ২৯৪ রান করে। বৃষ্টি বিঘ্নিত দিনে ব্যাট করে অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করে স্টিভ স্মিথ। স্মিথ অর্ধ শতরান করে ৫৫ রানের মাথায় সিরাজের বলে আউট হয়। এছাড়াও উল্লেখযোগ্য ওয়ার্নারের ৪৮, হ্যারিসের ৩৮ এবং গ্রীনের ৩৭। ভারতের দুই তরুণ ফাস্ট বোলার সিরাজ এবং ঠাকুর অনবদ্য বোলিংয়ের পরিচয় দিয়েছে।

দ্বিতীয় ইনিংসে সিরাজ ৫টি এবং ঠাকুর ৪টি উইকেট ছিনিয়ে নিয়েছে। অস্ট্রেলিয়ার মিডিল অর্ডার গুড়িয়ে দিয়েছে সিরাজ এবং ঠাকুর। সিরাজ স্মিথ, লাবুশ্চান, ওয়েড এর গুরুত্তপূর্ণ উইকেট তুলে নেয়। ঠাকুর অন্যদিকে, হ্যারিস, পেইন এবং গ্রীনের গুরুত্তপূর্ণ উইকেট তুলে নিয়েছে। ওয়াশিংটন সুন্দর একটি মাত্র উইকেট পেলেও সেটা ওয়ার্নারের গুরুত্তপূর্ণ উইকেট।

এরপর দিনের শেষে ভারত ব্যাট করতে নামলে ২৫ ওভারের খেলা বাকি থাকলেও, বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দিনের শেষে ভারতের রান বিনা উইকেট হারিয়ে ৪। পঞ্চম দিনে জিততে গেলে ভারতকে ৩২৪ রান করতে হবে। চতুর্থ দিনেই পিচে কিছু অংশে ফাটল ধরেছে এবং পঞ্চম দিনে ব্যাটিং যথেষ্ট কঠিন হবে অস্ট্রেলীয় গতির সামনে।

অন্যদিকে ভারতের প্রথম ইনিংসে ভালো প্রদর্শন, এবং গত ম্যাচের লড়াই ভারতের ফ্যানদের আত্মবিশ্বাস বাড়িয়েছে’ এই অনভিজ্ঞ দলের উপর। দলে রাহানে, পূজারা, রোহিত থাকায় ভারতীয় ব্যাটিং যথেষ্ট শক্তিশালী মনে হচ্ছে। রোহিত, পন্ট এর মত দ্রুত রান করা ব্যাটসম্যান বেশি সময় মাঠে টিকে গেলে ৩২৪ রান অসম্ভব নয়। আবার অন্যদিকে কাল, বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখন দেখার বিষয় বৃষ্টি চতুর্থ টেস্টের পঞ্চম দিনে করিম খেলা দেখায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!