এখন পড়ছেন
হোম > জাতীয় > বাড়ছে আশঙ্কা, বাড়ছে আতঙ্ক! করোনা সংক্রমণে এশিয়ার মধ্যে শীর্ষে ভারত! আগামী কি আরও ভয়ঙ্কর?

বাড়ছে আশঙ্কা, বাড়ছে আতঙ্ক! করোনা সংক্রমণে এশিয়ার মধ্যে শীর্ষে ভারত! আগামী কি আরও ভয়ঙ্কর?


বিশ্বের করোনা পরিস্থিতি এমনিতেই ভয়াবহ আকার ধারণ করেছে ইতিমধ্যেই। উপরন্ত এখনো পর্যন্ত ভাইরাসের সঙ্গে যুদ্ধে মানবজাতি রীতিমতো কোণঠাসা। কারণ, কোনরকম প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। তবে জানা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন কোণে বিজ্ঞানীরা ও গবেষকরা দিনরাত এক করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিষেধক আবিষ্কারের। কিন্তু পরিস্থিতি এখনও যথেষ্ট উদ্বেগজনক।

অন্যদিকে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে ভারতেও করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। করোনা শুরুর প্রাথমিক কালেই দেশজুড়ে লকডাউন শুরু হয়েছিল, যা এই মুহূর্তে চতুর্থ দফায় রূপান্তরিত। কিন্তু বিজ্ঞানীরা আগেই যে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে লকডাউন চললেও সংক্রমণকে আটকানো যাবেনা। বিজ্ঞানীদের সেই ভবিষ্যৎবাণী দিনদিন ক্রমশ সত‍্যি হয়ে উঠছে ভারতে।

চীন আর ইরানকে টপকে ভারত ইতিমধ্যে করোনা আক্রান্ত দেশগুলির তালিকায় দশম স্থানে পৌঁছে গিয়েছিল। এবার নবম স্থানে থাকা তুরস্ককেও হারিয়ে ভারত পৌঁছালো নবম স্থানে। এই মুহূর্তে মনে করা হচ্ছে করোনা ভাইরাস ধীরে ধীরে ভারতের ওপর সম্পূর্ণভাবে তার করাল গ্রাস ছড়িয়ে দিচ্ছে। সবথেকে উদ্বেগের ঘটনা যেটি সেটি হল, এশিয়ার মধ্যে এই মুহূর্তে ভারত প্রথম স্থান অধিকার করেছে করোনা আক্রান্তের নিরিখে।

করোনা ভাইরাসের উৎপত্তির কাহিনী এতদিনে সবার জানা। 2019 এর নভেম্বরের শেষের দিকে চীনের ইউহান প্রদেশের সী ফুড মার্কেটের পার্শ্ববর্তী অঞ্চল থেকে ছড়িয়ে পড়ে ক্রমশ এই মারণ ভাইরাস। ইউহান প্রদেশ থেকে সমগ্র চিনে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। আর তারপরেই ধীরে ধীরে এক দেশ থেকে অন্য দেশে তারপর আরেক দেশে এইভাবে বিশ্বের প্রায় সব দেশেই করো না তার মারণ থাবা প্রসারিত করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রায় প্রত্যেক দেশই করোনা ভাইরাসকে আটকানোর জন্য লকডাউন জারি করেছে। তার সাথে সাধারণ মানুষকে প্রবলভাবে সামাজিক বিধিনিষেধ মেনে চলার কথা বলা হচ্ছে। এই ভাইরাসের রকমফের দেখে ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে মহামারি রূপে অ্যাখ‍্যা দিয়েছে। তবে করোনা ভাইরাসের উৎপত্তি নিয়ে এই মুহূর্তে বিশ্বের দরবারে সৃষ্টি হয়েছে বহু বিতর্ক। অনেকেরই চীনের ল্যাবরেটরি থেকে এই ভাইরাসের জন্ম হয়েছে বলে দাবি করছেন। যদিও সে সম্পর্কে সঠিক প্রমাণ কারোর কাছেই নেই।

তবে করোনা ভাইরাসের কারণে চীন ইতিমধ্যে বেশ কোণঠাসা হয়ে পড়েছে আন্তর্জাতিক মহলে বলে জানা যাচ্ছে। কান পাতলে শোনা যাচ্ছে, এই ভাইরাসের উৎপত্তি চিনে হলেও, চিনে কিন্তু এই ভাইরাসের বিশেষ কোনো প্রভাব পড়েনি। বরং সবথেকে বেশি প্রভাব পড়েছে আমেরিকাতে। তবে আক্রান্তের দিক থেকে চিনকে বহু আগেই ছাড়িয়ে চলে গেছে ভারত। অন্যদিকে যত দিন যাচ্ছে, ততই ভারতে সংক্রমণ বেড়েই চলেছে।

লকডাউন চললেও তার মধ্যেও আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান। এই মুহূর্তে ভারতে কোন আক্রান্তের সংখ্যা 163120। এই সংখ্যাতত্ত্বের জোরেই ইতিমধ্যে করোনা আক্রান্ত দেশের তালিকা বিশ্বের নবম স্থানে উঠে এসেছে ভারত। শুধু তাই নয় এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভারত ইতিমধ্যেই তবে যেভাবে ভারতে সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে তাতে বিশেষজ্ঞদের দাবি আর দু-তিন দিনের মধ্যেই ভারত জার্মানি এবং ফ্রান্সকে পেছনে ফেলে সপ্তম স্থানে উঠে আসবে।

অন্যদিকে ভারতের সাম্প্রতিক করোনা পরিস্থিতি নিয়ে রীতিমত আতঙ্কিত জনগণ। তবে বিজ্ঞানীদের দাবি, এত শীঘ্রই এই পরিস্থিতি থেকে মুক্তি পাবার কোন উপায় নেই। যেহেতু প্রতিষেধক বা ওষুধের আবিষ্কারের এখনো কোনো খবর নেই তাই করোনাকে সাথে নিয়েই আগামী দিনে চলতে হবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র এই মুহূর্তে মানুষের হাতে অস্ত্র সাবধানতা এবং সর্তকতা। তবে এই দুইয়ের আঘাতে করোনা কতটা দূরে থাকবে তা নিয়ে ইতিমধ্যে যথেষ্ট সন্দেহ শুরু হয়েছে ভারতের সাম্প্রতিক করোনা পরিস্থিতি দেখে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!