এখন পড়ছেন
হোম > অন্যান্য > সিডনি টেস্ট কি ক্রমশ ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে? তৃতীয় দিনের শেষে কোন সঙ্কটে দল?

সিডনি টেস্ট কি ক্রমশ ভারতের হাতের বাইরে চলে যাচ্ছে? তৃতীয় দিনের শেষে কোন সঙ্কটে দল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্রথম টেস্টে শোচনীয় পরাজয়ের পর, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়েছে কোহলি বিহীন ভারতীয় দল। রাহানের দুর্দান্ত ব্যাটিং এবং তার অধিনায়কত্বের ওপর ভিত্তি করে ভারত সিরিজের সমতা ফিরিয়েছে। তৃতীয় টেস্টে দলে যোগ দিয়েছে রোহিত। ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে বিঘ্নিত হয়। বৃষ্টির ফলে সারাদিনে কেবল মাত্র ৫৫ ওভারের খেলাই সম্ভব হয়েছে।

দ্বিতীয় দিনে স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশ্চান এর দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান করে অস্ট্রেলিয়া। স্মিথ ১৩১ রানের দুরন্ত শতরান করে রান আউট হয় এবং লাবুশ্চান করে ৯১ রান। ভারতীয় বোলারদের মধ্যে জাদেজা নিয়েছে ৪ উইকেট। এছাড়া, বুমরহ্, সাইনী দুটি করে এবং সিরাজ একটি উইকেট ছিনিয়ে নেয়। এরপর ব্যাট করতে নেমে দিনের শেষে দুই উইকেট হারিয়ে ৯৬ রান করে ভারত। গিল তার প্রথম শতরান করে এবং রোহিত ২৬ রান করে আউট হয়।

আজ ব্যাট করতে নেমে, অস্ট্রেলীয় বোলিং এর সামনে তাসের ঘরের মতো ধসে পড়ে ভারতের ব্যাটিং। মাত্র ২৪৪ রান করেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ইনিংসে উল্লখযোগ্য সুভ্মন গিলের এর কালকের এবং আজকের পুজারার অর্ধ শতরান। রোহিত, রাহানে, পন্ত্, ২০-৩০ রান করে শুরু পেলেও কেউই তাদের ইনিংস এগিয়ে নিয়ে যেতে পারেনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্যাট কামিন্স এর ঝড়ে গুড়িয়ে গেছে ভারতের ব্যাটিং দুর্গ। মাত্র ২৯ রান দিয়ে প্রথম ইনিংসে ৪ টি উইকেট ছিনিয়ে নিয়েছে কামিন্স। কামিন্স এর বোলিং গিল, পূজারা এবং রাহানের গুরুত্তপূর্ণ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে তৃতীয় দিনে ম্যাচ জেতার দিকে অনেকখানি এগিয়ে দিয়েছে। এছাড়াও হ্যাজেলউড রোহিত শর্মা এবং পন্ত্ এর দুটি গুরুত্তপূর্ণ উইকেট নিয়েছে। উল্লেযোগ্য ভাবে ভারতের প্রথম ইনিংসে তিনটি রানআউট রয়েছে।

এরপর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে দুই উইকেট হারিয়ে ১০৩ রান করে। দুই অস্ট্রেলীয় ওপেনার ড্রেসিং রুমে ফিরে গেলেও, স্টিভ স্মিথ এবং মার্নাস লাবুশ্চান দিনের শেষে যথাক্রমে ২৯ ও ৪৭ অপরাজিত রয়েছে। তৃতীয় দিনের শেষে ১৯৭ রানের লিড নিয়ে খুবই ভালো জায়গায় রয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট দল।

ভারতের এই ম্যাচ ক্রমশই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এখন দেখার সিডনির মাঠে চতুর্থ দিনের পিচে ভারতীয় বোলাররা জাদু দেখাতে পারে কিনা। কাল দিনের শুরুতে অতি দ্রুত অস্ট্রেলীয় ব্যাটিং দুর্গ ভেঙে দিয়ে অস্ট্রেলিয়ার লিড আর বাড়তে না দেওয়াই ভারতের পক্ষে মঙ্গল। চতুর্থ কিংবা পঞ্চম দিনে ভাঙ্গা পিচে অসম বাউন্সের সামনে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং এর সঙ্গে লড়াই করে বড় রানের লিড তারা করা কঠিন হবে বলেই বিশেষজ্ঞদের অভিমত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!