এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ২০০০ টাকা ৫০০ টাকা ও ২০০ টাকার নোট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা

২০০০ টাকা ৫০০ টাকা ও ২০০ টাকার নোট ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা

নোটবন্দির পর, ভারতের নতুন ২০০০ টাকা, ৫০০ টাকা ও ২০০ টাকার নোট নিয়ে আপত্তি তুলেছিল নেপাল সরকার। তাদের স্পষ্ট বক্তব্য ছিল, সেদেশে ভারতের নতুন নোট ব্যবহার করা যাবে না। সংবাদমাধ্যমে আরও একবার সে খবর প্রকাশিত হয়েছে। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস` ও ‘দ্য কাঠমান্ডু পোস্ট’-এর সংবাদ অনুযায়ী, এই তিন ধরনের নোট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নেপাল সরকার।

নেপাল সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পর্যটকদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বৃহস্পতিবার সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন, নেপালের মিনিস্টার অফ ইনফর্মেশন গোকুল বাসকোটা।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে নাতাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়াতে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপেক্লিক করুন এই লিঙ্কে

 

উল্লেখ্য, ২০১৬ সালে ভারতে আসে ২০০০ টাকা, ৫০০ টাকা ও ২০০ টাকার নতুন নোট। নেপাল সরকার সেই সময় এই নোট তাদের দেশে ব্যবহারের বিষয়ে কোনো ঘোষণা না করায়, এতদিন সেখানে অবাধে ব্যবহৃত হয়েছে ভারতের এই নতুন নোট। সম্প্রতি নেপাল সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১০০ টাকার উপরে কোনো ভারতীয় নোট তাদের দেশে ব্যবহার করা যাবেনা।

এদিকে, ২০২০ সালে নেপাল সরকার ‘ভিজিট নেপাল ইয়ার’ সেলিব্রেট করার কর্মসূচি নিয়েছে। এখন থেকেই তার তোড়জোড় শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সেখানে প্রায় ২ মিলিয়ন পর্যটক উপস্থিত হবার সম্ভাবনা রয়েছে। তার একটা বিরাট অংশ এদেশের নাগরিক। মনে করা হচ্ছে, এর ফলে ভারতীয় পর্যটকরা বিশেষ অসুবিধার সম্মুখীন হবেন। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!