এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার ইঁদুর থেকে ছড়াচ্ছে করোনা? বড়সড় আতঙ্কে বিস্বাশ্বাসী, এই দেশ নিচ্ছে বড়সড় সিদ্ধান্ত

এবার ইঁদুর থেকে ছড়াচ্ছে করোনা? বড়সড় আতঙ্কে বিস্বাশ্বাসী, এই দেশ নিচ্ছে বড়সড় সিদ্ধান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– করোনা ভাইরাসের ছড়ানো নিয়ে নানা তথ্য সামনে এসেছি এতদিন ধরে। বস্তুত এটি একটি সংক্রামক ব্যাধি বলে জানান হলেও পরবর্তীকালে তার সংক্রমণের ক্ষেত্রে বিভিন্ন দিক উঠে আসতে থাকে। যেখানে প্রথমে একদিকে বলা হয়, এটি মানুষের থেকে মানুষের মধ্যেই ছড়াচ্ছে, ফলত সামাজিক দূরত্ব বৃদ্ধি মেনে চলা প্রয়োজন।

তবে পরে অন্যদিকে বলা হয়, একটি করোনা সংক্রামিত মানুষ যে বাতাসের মধ্যে রয়েছে, সেই বাতাসের মধ্যে একজন স্বাভাবিক সুস্থ মানুষ গেলে তিনিও করোনা আক্রান্ত হয়ে পড়তে পারেন। আর এর ফলেই শুরু হয় নতুন সমস্যা। তবে এরপরে আরো একধাপ এগিয়ে বলা হয়, যেকোনো করোনা সংক্রমক মানুষের ছুঁয়ে দেখা কোন বস্তু যদি স্বাভাবিক কোন মানুষ ছুঁয়ে দেখে তা হলেও সেই ব্যক্তি করোনা আক্রান্ত হতে পারে।

কারণ গবেষণায় দেখা গিয়েছিল, কোন ফ্ল্যাট সারফেসের ওপর করোনা ভাইরাসের জীবাণু দীর্ঘদিন বেঁচে থাকতে পারে। সেই সঙ্গে প্লাস্টিক, টাচস্ক্রিন, যেকোনো কিছুর হ্যান্ডেল এরকম বহু জিনিসের থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার খবর সামনে আসে। তবে সম্প্রতি যে তথ্য সামনে এসেছে তাতে জানা গেছে ইঁদুর থেকেও এবার ছড়াতে পারে করোনা ভাইরাস।

যার ফলে ডেনমার্কে কয়েক কোটি ইদুর মারার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে। ইঁদুরের থেকে মানুষের করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে এই ধারণা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। যা কিনা ভাইরাসটির মিউটেশন ভ্যাকসিন প্রোগ্রামের ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। WHO-র এক আধিকারিক জেনেভায় হওয়া একটি বৈঠকে এমনই কথা বলেছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই বক্তৃতায় তিনি বলেন, ডেনমার্কে ইঁদুর থেকে মানুষের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলে জানা গিয়েছে । তার মধ্যে করোনা ভাইরাসের চরিত্রে বেশ কিছু বদল দেখা গিয়েছে। ফলত, সেই থেকে ডেনামর্কের আধিকারিকরা জানিয়েছেন, নতুন ভাইরাসের পাঁচটি মামলা মিঙ্ক ফার্মে ও মানুষের মধ্যে ১২টি কেস সামনে এসেছে । আর তাই সেই দেশে প্রায় ১৫ থেকে ১৭ মিলিয়ন ইঁদুর মারার পরিকল্পনা করা হচ্ছে।

অন্যদিকে, ভেটেনারি ও ওয়াইল্ড লাইফ মেডিসিনের এক অধ্যাপক জানান, তাঁর মতে ইঁদুর মেরে ফেলা ঠিক সিদ্ধান্ত হবে। কারণ তিনিও মনে করেন এর জেরে করোনার প্রকোপ বাড়ার সম্ভাবনা থাকলে এটার মাধ্যমে সেটা আটকানো যেতে পারে। না হলে পুরো বিষয়টি হাতের বাইরে চলে যাবে বলেই মনে করছেন তিনি। আর সেই জন্য নতুন পদক্ষেপ নিতে দেখা গেছে, ডেনমার্কের প্রধানমন্ত্রীকে।

বৃহস্পতিবার তিনি এই বিষয়ে বলতে গিয়ে জানান, স্বাস্থ্য আধিকারিকরা মানুষ ও ইঁদুরের মধ্যে করোনা ভাইরাসের বেশ কিছু লক্ষণ দেখতে পেয়েছেন, যা কিনা অ্যান্টিবডির প্রতি সংবেদনশীলতা হ্রাসের ইঙ্গিত দিয়েছে বলেই জানান তিনি। অন্যদিকে এদিন প্রধানমন্ত্রী ফ্রেডরিকসেন জানান, দেশের মানুষের প্রতি তাঁর একটি বড় দায়িত্ব রয়েছে। কিন্তু এখন করোনা ভাইরাসে যে বদল পাওয়া গিয়েছে, তার জেরে বাকি দেশের জন্যেও তাঁর বড় দায়িত্ব রয়েছে বলেও মনে করছেন তিনি। আর তাই এমন পদক্ষেপ নেওয়াই যে কার্যকরী হবে, সেটাই জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!