এখন পড়ছেন
হোম > জাতীয় > আধার নিয়ে তথ্যচুরির চিন্তায় জেরবার সাধারণ মানুষ, স্বস্তি দিতে নতুন আইনের ভাবনায় কেন্দ্র

আধার নিয়ে তথ্যচুরির চিন্তায় জেরবার সাধারণ মানুষ, স্বস্তি দিতে নতুন আইনের ভাবনায় কেন্দ্র


সরকারি ওয়েবসাইটে ঢুকে আধারের তথ্য হ্যাক করার খবর নতুন কিছু নয়। বহুবার এই বেআইনি কাজে গ্রেফতার হয়েছেন অনেকেই। আর এর জেরে আধার কার্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে দফায় দফায়। গ্রাহকদের তথ্য ইউআইডিএআই-এর কাছে কতোটা সুরক্ষিত তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই।

উল্লেখ্য, এখন আর সুপ্রিম কোর্টের রায়ে মোবাইল বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগ বাধ্যতামূলক নয়। ফলত, স্বাভাবিকভাবেই আধার কার্ড গুরুত্ব হারিয়েছে অনেকটাই। তবুও বায়োমেট্রিক, ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের মতো গুরুত্বপূর্ণ নথি যাদের আধার কার্ডের সঙ্গে সংযুক্ত রয়েছে তাঁদের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে। তবে এবার এঁদের দুশ্চিন্তা থেকে মুক্তি দিতেই নতুন উপায় আনতে চলেছে কেন্দ্র সরকার।

নতুন নিয়মে গ্রাহক এবার থেকে নিজে চাইলে আধার তথ্য ডেটাবেস থেকে মুছে ফেলতে পারবেন। আধার আইন সংশোধন করার চিন্তা ভাবনা চলছে। ইতিমধ্যে খসড়া প্রস্তাবও পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। আধার তথ্য চুরি, জালিয়াতি রুখতেই এই নতুন পরিকল্পনা কেন্দ্রের – বলে জানা গেছে সংশ্লিষ্ট মহল থেকে।

গ্রাহক আধারে কতটা তথ্য দেবেন, আর কোন কোন তথ্য এড়িয়ে যাবেন এটার সিদ্ধান্ত সম্পূর্ণভাবেই গ্রাহক নিতে পারবেন এবার থেকে। আগের নিয়ম মতো কোনো তথ্য দেওয়াই বাধ্যতামূলক থাকবে না আর। ইউআইডিএআই এই সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব পাঠিয়েছে কেন্দ্রের কাছে। ‘Opt Out’ অপশন যুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে সেই প্রস্তাবে। সেই অপশনের সাহায্যেই এবার থেকে একজন নাগরিক নিজের বায়োমেট্রিক তথ্য মুছে ফেলতে পারবেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

ফলে, গোপনীয়তা অধিকার ভঙ্গের দায় আর পুরোপুরি আধার কর্তৃপক্ষের উপর থাকবে না, এমনটাই জানা গেল সর্বভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’-তে প্রকাশিত খবরের সূত্র থেকে।

তবে এই নতুন নিয়ম আদৌ চালু হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ওয়াকিবহাল মহলের। তাছাড়া নয়া নিয়ম চালু হলে আধারের যৌক্তিকতা নিয়েও স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে। যেসব সরকারি প্রকল্পে এখনও আধার সংযোগ বাধ্যতামূলক, সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

এখনও প্যান কার্ড, ইনকাম ট্যাক্স, আইটি রিটার্ন ফাইলের মতো বিষয়ে আধার সংযোগ বাধ্যতামূলক। তাছাড়া কেন্দ্রের যেসব জনস্বার্থমুখী প্রকল্পে আধার বাধ্যতামূলক সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে গ্রাহকরা সমস্যায় পড়তে পারেন বলেই আশঙ্কা করা হচ্ছে।

তবে এই বিষয়ে নতুন নিয়ম চালুর ক্ষেত্রে সমস্ত চিন্তা ভাবনাই এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। ১৯’এর লোকসভা ভোটেকে টার্গেট করেই আধার নিয়ে মানুষের অসন্তোষ কমাতে এই ভাবনাচিন্তা করেছেন মোদী সরকার, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!