এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত মোদীর মঞ্চে থাকলেননা তমলুকের তৃণমূল সাংসদ, জল্পনা তুঙ্গে

ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত মোদীর মঞ্চে থাকলেননা তমলুকের তৃণমূল সাংসদ, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলায় জমে উঠেছে একুশের ভোটের লড়াই। আর এই লড়াইকে কেন্দ্র করে একের পর এক রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে রাজ্যের বুকে। এবারের নির্বাচনে সবথেকে লক্ষণীয় এবং আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূলের বিচ্ছেদ। গত ডিসেম্বরে অধিকারী পরিবারের ছেলে শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে মন্ত্রীত্ব,সাংসদ পদ ছেড়ে তৃণমূল শিবির থেকে পা দেন  গেরুয়া শিবিরে।

তারপর একে একে তাঁর পরিবারের বাকি সদস্যরাও বিজেপিতে গিয়েছেন। প্রথমে শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু অধিকারী, তারপর তাঁর বাবা শিশির অধিকারী। আর আজকে শুভেন্দুর সেজ ভাই দিব্যেন্দু অধিকারীর গেরুয়া শিবিরে যাবার প্রবল সম্ভাবনা ছিল। অনেকেই অনুমান করেছিলেন প্রধানমন্ত্রীর মঞ্চে থেকেই তিনি বিজেপিতে পা দেবেন। কিন্তু প্রধানমন্ত্রীর মঞ্চে অধিকারী পরিবারের তিন সদস্য থাকলেও দিব্যেন্দু অধিকারীকে নিয়ে কিন্তু এখনো জল্পনা রয়ে গেল।

কারণ আজকে দিব্যেন্দু অধিকারী কে বিজেপির মঞ্চে বা তার আশেপাশেও দেখা গেলনা। তবে দর্শকাসনে মোদির বক্তব্য শুনতে বসেছিলেন তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী। স্পষ্টতই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি দিব্যেন্দু অধিকারী শেষপর্যন্ত তৃণমূলের সঙ্গে সম্পর্ক রাখার কথাই ভাবছেন? বিজেপির মঞ্চে কেন তাঁকে দেখা গেলনা আজ তা নিয়ে উঠেছে বড়োসড়ো প্রশ্ন। প্রসঙ্গত, বিজেপির তরফ থেকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

খুব স্বাভাবিকভাবেই এই নিয়ে জল্পনা বেড়ে চলেছে ক্রমাগত। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারি বিজেপিতে যোগ দিলেই অধিকারী পরিবারের সঙ্গে যে একটিমাত্র সূত্র রয়েছে বর্তমানে তৃণমূলের, সেটিও পুরোপুরি ছিন্ন হয়ে যাবে। 26 বছরের সম্পর্ক যা অধিকারী পরিবার এবং তৃণমূলের মধ্যে ছিল, তার এখানেই ইতি হবে। একই সাথে লোকসভায় সদস্য সংখ্যার নিরিখে তৃণমূলকে টেক্কা দেবে বিজেপি। কারণ বর্তমানে তৃণমূল এবং বিজেপি সমান-সমান সদস্য ধরে রেখেছে।

দিব্যেন্দু অধিকারি তৃণমূল থেকে বিজেপিতে গেলে ভোটের আগেই একটা ব্যাপারে বিজেপির মাত দিয়ে দেবে তৃণমূলকে। তবে দিব্যেন্দু অধিকারী কেন আজকে মোদির মঞ্চে উঠলেন না, এই নিয়ে অধিকারী পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইসাথে বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলায় দুই শিবিরের নির্বাচন ঘিরে যখন টানটান উত্তেজনা, তখন আজকে দিব্যেন্দু অধকারীর বিজেপির মঞ্চে না ওঠা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পরিস্থিতির ওপর নজর রাখছে ওয়াকিবহাল মহল।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!