এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ বীরভূমে রাতভর গুলির লড়াই, আশঙ্কাজনক অবস্থায় মুকুল সহ ৫

গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ বীরভূমে রাতভর গুলির লড়াই, আশঙ্কাজনক অবস্থায় মুকুল সহ ৫

একদা বাম আমলের সন্ত্রাস এলাকা বলে পরিচিত নানুর। 2011 সালে রাজ্যে পালাবদলের পরও সেই না নানুরের চেহারা বদলায়নি এতটুকুও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন প্রকল্পে হয়ত বা এই নানুনের দুর্গত এলাকায় আলো পৌঁছেছে ঠিকই কিন্তু শাসক বনাম শাসকের লড়াইয়ে এখনও প্রায়শই শোনা যায় গুলির আওয়াজ।

প্রসঙ্গত উল্লেখ্য, এই নানুরে তৃণমূলের দুটি গোষ্ঠী রয়েছে। একটি বিক্ষুব্ধ নেতা কাজল শেখ এবং অপরটি প্রাক্তন বিধায়ক তথা জেলা তৃণমূল যুব সভাপতি গদাধর হাজরার। আর দুই নেতার অনুগামীর লড়াইয়ে মাঝেমধ্যেই কেঁপে ওঠে এই এলাকা।

সূত্রের খবর, গতকাল এই নানুরের সাওতা গ্রাম পঞ্চায়েতের চন্ডীপুর এলাকায় শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায়। কিন্তু কি নিয়ে এই গন্ডগোল? স্থানীয় সূত্রের খবর, কিছুদিন আগেই বরা সাওতা গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে স্থানীয় তৃণমূল নেতা হুসেন শেখ ও গদাধর হাজরার গোষ্ঠীর মধ্যে বিবাদ শুরু হয়।

মূলত একে অপরের বিরুদ্ধে 100 দিনের কাজ, এলাকার বিভিন্ন উন্নয়ন, আবাসন প্রকল্প সহ রাস্তাঘাট নির্মাণের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন। গতকাল এলাকার দখল কে নেবে সেই নিয়েই শুরু হয় তুমুল সংঘর্ষ। চলে গুলি এবং বোমাও।

জানা গেছে, এই ঘটনায় মুকুল মোল্লা নামে এক যুবকের বাঁ পায়ে গুলি লেগেছে। বর্তমানে সে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে শুধু মুকুল মোল্লাই নয়, এই ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে শাসকদলের দুই গোষ্ঠীর সংঘর্ষে বোমা-গুলি চললেও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সব মিলিয়ে কবে ফিরবে নানুরে শান্তি? কবে শান্ত হবে এই চন্ডিপুর গ্রাম! এখন সেই আশাতেই দিন গুনছেন এখানকার বাসিন্দারা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!