এখন পড়ছেন
হোম > রাজ্য > গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ দলকে এক সুতোয় গাঁথতে বিশেষ পদক্ষেপ শাসকদলের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার

গোষ্ঠীদ্বন্দ্বে বিদীর্ণ দলকে এক সুতোয় গাঁথতে বিশেষ পদক্ষেপ শাসকদলের নতুন দায়িত্বপ্রাপ্ত নেতার

সামনে লোকসভা ভোট। দলকে শক্তিশালী করার লক্ষ্যে যখন বিভিন্ন জায়গায় সরকারের উন্নয়ন পৌঁছে দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই জেলায় জেলায় শাসকদলের গোষ্ঠীকোন্দলে বাড়ছে ঘাসফুল শিবিরের মাথাব্যথা।

দলের বিভিন্ন কোর কমিটির মিটিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে, “শাখা সংগঠন এবং মূল সংগঠনের মধ্যে কোন বিভাজন বরদাস্ত করা হবে না।” কিন্তু তারপরও রাজ্যের সিংহভাগ জেলাতেই প্রকট হয়ে উঠেছে শাসকদলের মূল সংগঠনের সাথে শাখা সংগঠনের লড়াই।

কিন্তু এই জিনিস বেশিদিন চললে যে অচিরেই সমস্যার মুখে পড়বে দল তা উপলব্ধি করেই এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের নতুন সভাপতি তথা সাংসদ শুভাশিস চক্রবর্তী।

সূত্রের খবর, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল বিকেলে দক্ষিণ 24 পরগনা জেলার সমস্ত বিধায়ক, সাংসদ, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি ও পুরসভার চেয়ারম্যান, মন্ত্রী এবং শাখা সংগঠনের পদাধিকারীদের নিয়ে একটি সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল।

আর আমতলায় অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলার মন্ত্রী মন্টুরাম পাখিরা, গিয়াসুদ্দিন মোল্লা, রেজ্জাক মোল্লা, সাংসদ সি এম জাটুয়া, প্রতিমা মন্ডল, শক্তি মণ্ডল সহ একাধিক নেতৃত্বরা। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে দলনেত্রীর দেখানো পথেই হাঁটলেন দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের সভাপতি। যুবর সঙ্গে মূল সংগঠন কিম্বা ছাত্রের সঙ্গে শ্রমিক সংগঠন কারুরই কখনো কোন দ্বন্দ্বে জড়ানো যাবে না বলে এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি।

এদিন জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তী বলেন, “মূল সংগঠন হল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি তৃণমূল কংগ্রেস। তার ছত্রছায়ায় ছাত্র, যুব, শ্রমিক সব সংগঠনই রয়েছে। তাই দলের মূল সংগঠনের সঙ্গে শাখা নেতৃত্বকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। মনে রাখবেন, মূল সংগঠনকে বাদ দিয়ে শাখা সংগঠনের কোনো অস্তিত্ব নেই।”

শুধু তাই নয়, আগামী দিনে 2019 এর লোকসভা ভোটে এই জেলায় চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের দুলক্ষের বেশি ভোটে জিতিয়ে আনার আহ্বান জানান তিনি। পাশাপাশি আগামী 19 শে জানুয়ারি ব্রিগেড সমাবেশে সবথেকে রেকর্ড সংখ্যক মানুষ যাতে এই দক্ষিণ 24 পরগনা জেলা থেকেই যায় সেই ব্যাপারে দলীয় নেতাদের এখন থেকেই সব রকম প্রস্তুতি শুরু করার নির্দেশ দেন শুভাশিস চক্রবর্তী।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর সভাপতির এই কথায় কার্যত এক বাক্যে সমর্থন জানান জেলা তৃণমূলের সমস্ত নেতা মন্ত্রী, সাংসদ, বিধায়করা‌। রাজনৈতিক মহলের মতে, দলের ঠিক কোন জায়গায় সমস্যা রয়েছে তা দায়িত্ব নিয়েই বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছেন দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূলের নতুন সভাপতি। আর তাই আগামী লোকসভা ভোটে যাতে দলের শাখা সংগঠনের সাথে মূল সংগঠনের কোনো রকম দ্বন্দ্ব না বাধে তার কারণে আগাম বৈঠক করে সকলকে সতর্ক করে দিলেন তৃণমূলের এই সেনাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!