এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সভাপতি নির্বাচন ঘিরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, রনক্ষেত্র এলাকা

সভাপতি নির্বাচন ঘিরে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, রনক্ষেত্র এলাকা


 

দলে একতা থাকলে যে জয় নিশ্চিত, তা বারেবারেই প্রমাণিত হয়েছে। কিন্তু দলে অনৈক্যের কারণেই সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে তৃণমূলকে অনেক আসনেই পর্যুদস্ত হতে হয়েছে। যার ফলে উত্থান ঘটেছে ভারতীয় জনতা পার্টির। কিন্তু তৃণমূলের ভেতরে মতানৈক্যের কারণেই যে তৃণমূলের অনেকটা হার হয়েছে, তা বুঝতে পেরেও নিজেদের শোধরানোর কাজ করছে না বিজেপি।

প্রায় সব জায়গাতেই তারা শৃঙ্খলাযুক্ত দল বলে পরিচিত হলেও, মন্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো বিজেপিতে অসন্তোষ ছড়িয়ে পড়ছে। এদিন সেই মন্ডল সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার বারাসাত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বস্তুত, রাজ্য কমিটির নির্দেশ মোতাবেক জেলাগুলিতে মন্ডল সভাপতি মনোনীত হওয়ার কথা ছিল।

কিন্তু সেই নির্দেশ অমান্য করে রীতিমতো মন্ডল সভাপতি নির্বাচন করে গঠন করতে দেখা গেল বিজেপির বারাসাত সাংগঠনিক জেলায়। আর তার ফলেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি নেতা কর্মীদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। আর দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসায় এখন প্রবল অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।

সূত্রের খবর, এদিন বারাসাতের হেলাবটতলা মোড়ের কাছে বিজেপির মন্ডল কমিটি গঠনের প্রক্রিয়া চলছিল। তবে নতুন মন্ডল সভাপতির নাম ঘোষণা করতেই একাংশ প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। তাদের বক্তব্য, মনোনীত না করে কেন রাজ্যের নির্দেশ অমান্য করে নির্বাচিত সভাপতি করা হল!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে রাজকুমার পাল নামে এক বিজেপি কর্মী বলেন, “মন্ডল সভাপতি পদের জন্য আমি নির্বাচিত হয়েছিলাম। সেখানে আমি 18 টা ভোট পেয়েছিলাম। আর আমার প্রতিপক্ষ একটা ভোট পেয়েছিল। অথচ মঙ্গলবার জেলা নেতৃত্ব মন্ডল সভাপতি হিসেবে আমার প্রতিপক্ষের নাম ঘোষণা করেছে।” তবে এই ব্যাপারে কোনো মন্তব্য করেননি জেলা বিজেপির সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়।

কিন্তু আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব। আর বিজেপির সাংগঠনিক নির্বাচন ঘিরে দলীয় কোন্দল প্রকাশ্যে চলে আসায় এখন গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে উত্তর 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি তথা মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “এগুলি হচ্ছে দিলিপের সঙ্গে মুকুলের বাহিনীর লড়াই। নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করে শেষ হয়ে যাবে। তবে এদিনের গোষ্ঠী কোন্দলের জেরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে বারাসাত শহরে, তা মেনে নেওয়া যায় না। প্রশাসনকে বলা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য।”

আর তৃণমূলের তরফে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসায় এইভাবে বিজেপিকে আক্রমণ করায় বিজেপি যে কিছুটা হলেও চাপে পড়েছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এখন নিজেদের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়াতেও বিজেপির নেতা কর্মীরা যদি এইভাবে গোষ্ঠী কোন্দল করেন, তাহলে আগামীতে তারা বিধানসভা দখলের স্বপ্ন কিভাবে সার্থক করবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!