এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > লকডাউনের মধ্যেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে! জোর সোরগোল বঙ্গের গেরুয়া শিবিরে!

লকডাউনের মধ্যেই চরম গোষ্ঠীদ্বন্দ্ব বিজেপিতে! জোর সোরগোল বঙ্গের গেরুয়া শিবিরে!


করোনা মহামারী সকলকে তটস্থ করে দিয়েছে। পরিস্থিতি কিভাবে আয়ত্তে আসবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন সকলেই। আর সকলের যখন নজর করোনার দিকে, ঠিক তখনই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। সূত্রের খবর, বুধবার পটাশপুর ব্লকের চকগোপাল গ্রামের এক বাসিন্দা নিজের জমিতে কীটনাশক দিতে গিয়েছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে মারধর করেছে।

আর এরপরই বিজেপির সেই আক্রান্ত কর্মীকে স্বাস্থ্য কেন্দ্রে বিজেপির দুই গোষ্ঠী দেখতে গেলে তাদের মধ্যে শুরু হয় বচসা এবং হাতাহাতি। শুধু তাই নয়, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, এক সংবাদমাধ্যমের কর্মী ছবি তুলতে গেলে, তার ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। আর নিজেদের আক্রান্ত কর্মীকে হাসপাতালে দেখতে এসে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ রীতিমত নজর কাড়ে রাজনৈতিক মহলের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে হাসপাতালে মধ্যে গন্ডগোল এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগে ইতিমধ্যেই দুই বিজেপি নেতা সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। আর করোনা ভয়াবহতার মধ্যে বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব এখন নতুন করে অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের।

এদিন এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে ব্লক তৃণমূলের সভাপতি তাপস মাঝি বলেন, “লকডাউনের সময় আতঙ্কিত মানুষ যখন গৃহবন্দী, তখন বিজেপির লোকজন এলাকায় গন্ডগোল পাকাচ্ছে। আমাদের এক কর্মীর স্ত্রীকে মারধর করেছে। স্বাস্থ্য কেন্দ্রে গিয়েও তাদের দুটি গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়েছে।” যদিও বা এই ব্যাপারে তৃণমূলের ঘাড়েই দোষ দিয়েছেন জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী।

তিনি বলেন, “তৃণমূলের লোকজনই গন্ডগোল পাকাচ্ছে। আর পুলিশ বেছে-বেছে বিজেপি কর্মীদের গ্রেপ্তার করছে।” করোনা মহামারী গোটা বিশ্বকেই কার্যত গৃহবন্দী করে ফেলেছে। ভারতেও এর মারণ থাবা থেকে বাঁচতে সাধারণ মানুষ চাইছেন – সবাই এখন রাজনীতির রঙ ভুলে এক হয়ে যান। কিন্তু সেই অবস্থাতেও বাংলাতে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত। এই অবস্থায়, সব মিলিয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এখন চর্চিত বিষয় সকলের কাছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!