টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগে জেলা সভাপতির মুখে কালি দিল বিজেপি কর্মীরা বিশেষ খবর রাজ্য November 27, 2017 বৃহস্পতিবার পুরুলিয়া শহরের নিমটাঁড় এলাকায় বিজেপি দলের জেলা দফতরে পুরুলিয়া বিধানসভা এলাকার সাংগঠনিক বৈঠকে ক্ষুব্ধ কর্মীরা মুখে রং মাখিয়ে দেন দলের জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তীকে। জেলা বিজেপি-র অন্দরে কোন্দলের ঘটনা নতুন নয়। দল সূত্রে জানা গিয়েছে, দলীয় পতাকা কাঁধে বেশ কয়েকজন ‘দলে টাকার বিনিময়ে পদ দেওয়া হচ্ছে কেন, জেলা সভাপতি জবাব দাও। দলের কর্মীরা মার খাওয়ার পরেও কেন সভাপতি-সহ জেলা নেতৃত্ব নীরব জবাব চাই – স্লোগান দেয়। জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন যে দলের অপসারিত কয়েকজন কিছু বহিরাগতকে সঙ্গে নিয়ে এ দিন দলের জেলা দফতরের বাইরে এই সব করেছেন। তাঁরা বিরোধীদের প্ররোচনায় এ সব কাজ করছেন। খবর পেয়ে পুলিশ আসে। আপনার মতামত জানান -