ইন্টারনেটে যুবতীর অশ্লীল ছবি দেওয়ার অভিযোগে পুলিশের জালে দাপুটে তৃণমূল নেতার ছেলে তৃণমূল বিশেষ খবর রাজনীতি রাজ্য হাওড়া-হুগলি July 11, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইন্টারনেটে অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে। এক পুলিসকর্তার কলেজ পড়ুয়া মেধাবী মেয়ের ছবি, তাঁর মোবাইল নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছিল। এরপর নেতার ছেলে হবার সুবাদে সুবিচার পাননি অভিযোগকারী পুলিসকর্তা। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর দু দিনের মধ্যে গ্রেফতার করা হল অভিযুক্ত যুবককে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অভিযোগ উঠেছিল, উত্তর পাড়ার জনৈক বাসিন্দা পুলিশের ডিএসপি পদমর্যাদার এক আধিকারিকের মেয়ের ছবি ফটোশপের দ্বারা অশ্লীল করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিলেন উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে। ছবির সঙ্গে পুলিশকর্তা মেয়ের ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরও দেয়া হয়েছিল। এরপর থেকেই নানা অশ্লীল কথাবার্তা ও কুপ্রস্তাব আসছিল পুলিশকর্তার মেয়ের কাছে। ঘটনায় মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন তিনি। এরপর, এই ঘটনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশকর্তার স্ত্রী ও মেয়ে। বিধান নগর পুলিশ কমিশনারেট এর বিরুদ্ধেও অভিযোগ করেছেন পুলিশ কর্তা। তিনি অভিযোগ করেছেন, গুরুতর অপরাধ করা হলেও লঘুধারাতে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আইটি অ্যাক্ট না করে জামিনযোগ্য ধারাতে মামলা করা হয়েছিল। সনাক্ত করা হলেও তাকে গ্রেফতার করা হয়নি। তিনি অভিযোগ করেছিলেন, উত্তর পাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে বলেই কি পুলিশ এরকম নিষ্ক্রিয়? এরপর এ খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়তেই পুলিশ সচেষ্ট হয়। শেষ পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আপনার মতামত জানান -