এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > ইন্টারভিউ তালিকা প্রকাশের পরেই বিক্ষোভে চাকরিপ্রার্থীরা, চাপের মুখে এসএসসি কমিশন!

ইন্টারভিউ তালিকা প্রকাশের পরেই বিক্ষোভে চাকরিপ্রার্থীরা, চাপের মুখে এসএসসি কমিশন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে জটিলতা এবং বিতর্ক ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রথমে মুখ্যমন্ত্রীর ঘোষণার পর এই ব্যাপারে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হলে, তা নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করে। কেন প্রার্থীদের নামের পাশে নম্বর নেই, তার ব্যাপারে প্রশ্ন তোলে একাংশ। যার পরিপ্রেক্ষিতে আদালতে মামলা হলে সেই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ জারি করা হয়। পরবর্তীতে আইনি জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়।

যেখানে প্রার্থীদের নামের পাশে তাদের নম্বর দেওয়া হয়। কিন্তু তারপরেও সেখানে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেন পরীক্ষার্থীরা। আর এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ইন্টারভিউ তালিকা প্রকাশ হওয়ার পর শুক্রবার এসএসসি ভবনের সামনে প্রতিবাদ দেখাতে শুরু করলেন পরীক্ষার্থীদের একাংশ। যার জেরে ব্যাপক চাপের মুখে পড়ে গিয়েছে সরকার থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন।

সূত্রের খবর, শুক্রবার এসএসসি ভবনের সামনে 500 জনের মতো পরীক্ষার্থী উপস্থিত হন। আর সেখানেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করা নিয়ে নানা প্রশ্ন তোলেন তারা। যোগ্যতা থাকা সত্ত্বেও অনেকের সেই ইন্টারভিউ তালিকায় জায়গা দেওয়া হয়নি বলে অভিযোগ জানাতে শুরু করেন পরীক্ষার্থীরা। আর এরপরেই তা ভয়াবহ আকার ধারণ করে। শুরু হয় বিক্ষোভ। পরবর্তীতে এসএসসি কমিশনের অফিসে চারজন প্রতিনিধি দল গিয়ে তাদের অভিযোগ জানিয়ে আসেন। অর্থাৎ বিতর্ককে দমন করার জন্য চাকরি প্রার্থীদের নাম এবং নম্বর দিয়ে ইন্টারভিউ তালিকা প্রকাশ করার পরেও, বিতর্ক থামল না। রীতিমত বিক্ষোভে মধ্যে দিয়ে শুক্রবার সরগরম থাকল এসএসসি ভবন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, দীর্ঘদিন ধরেই রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। তবে সম্প্রতি এই ব্যাপারে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে নিয়োগের ব্যাপারে কর্মসংস্থানের দরজা খুলে দেওয়ার কথা জানিয়ে দেন তিনি। আর এরপরই আশার আলো তৈরি হয় চাকরি প্রার্থীদের মধ্যে‌। তবে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই তা নিয়ে অনিয়মের অভিযোগ তোলেন একাংশ। যার জেরে আদালতের দ্বারস্থ হলে তৈরি হয় জটিলতা।

অবশেষে সেই জটিলতা কাটিয়ে উঠে বৃহস্পতিবার ইন্টারভিউ তালিকা প্রকাশ করে কিছুটা হলেও সেই জটিলতা কমবে বলেই আশা করা হয়েছিল। কিন্তু অস্বস্তি কমা তো দূরের কথা, পাল্টা তা আরও বৃদ্ধি পেল। যেখানে এসএসসি ভবনের সামনে বৃহস্পতিবার প্রকাশ্যে আনা ইন্টারভিউ তালিকা নিয়ে প্রশ্ন ছুড়তে দেখা গেল চাকরিপ্রার্থীদের। স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের পক্ষ থেকে ইন্টারভিউ তালিকা নিয়ে এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে এবার এসএসসি কমিশনের পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!