এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > চিটফান্ড মামলায় নয়া মোড়! আদালতের নির্দেশে এবার গ্রেপ্তার হতে পারেন তদন্তকারী অফিসারই!

চিটফান্ড মামলায় নয়া মোড়! আদালতের নির্দেশে এবার গ্রেপ্তার হতে পারেন তদন্তকারী অফিসারই!

সারদা থেকে নারোদা অথবা রোজভ্যালি থেকে পিনকন প্রায় প্রতিটি ঘটনাতেই আর্থিক কেলেঙ্কারির যোগসূত্র রয়েছে। সম্প্রতি এই আর্থিক কেলেঙ্কারির তদন্তের গতি-প্রকৃতিতে কিছু তৎপরতা লক্ষ্য করা গেছে। আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের জেরার মুখে পড়তে হয়। সে রাজনৈতিক নেতাই হোক বা পুলিশ কমিশনার। আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ বারংবার সিবিআইএর জেরার মুখে পড়েন তাঁরা। তদন্তের গতিমুখ যত এগিয়েছে, ততই বাংলার রাজনীতিতে চলেছে উথাল পাথাল। এবার আবারও নতুন করে বাংলার রাজনীতিতে সমালোচনা শুরু হলো পিনকন চিটফান্ড মামলায় তৎকালীন তদন্তকারী অফিসার বিষ্ণুপুরের এসডিপিও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে।

সম্প্রতি তমলুকের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের থার্ড কোর্ট পিনকন চিটফান্ড মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করল। বিচারক মৌ চট্টোপাধ্যায় গত 27 জানুয়ারি বিষ্ণুপুরের এসডিপিও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার রাজনৈতিক মহলে। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে আদালতের নির্দেশ সম্পূর্ণরূপে কার্যকর করার কথা বলা হয়েছে। আগামী পয়লা ফেব্রুয়ারি পিনকন চিটফান্ড মামলার আগামী শুনানির দিন। সেদিন যেন উক্ত পুলিশকর্তা আদালতে হাজির থাকেন সেই নির্দেশ দেওয়া হয়েছে মেদিনীপুরের পুলিশ সুপারকে।

চিটফান্ড মামলাকারীদের সুবিধার্থে 2015 সালে একটি আইন প্রণয়ন করা হয়। আইনটির নাম ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অব ইন্টারেস্ট অব ডিপোজিটর্স ইন ফিনান্সিয়াল এস্টাব্লিসমেন্ট অ্যাক্ট। এই আইন অনুসারে চিটফান্ড প্রতারণার মামলাটি ইকোনোমিক অফেন্স বিভাগের অধিকর্তারা তদন্ত করবেন। ইতিমধ্যে পিনকনের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার আমানতকারীদের একাংশ মামলা দায়ের করেন। নতুন আইনের ধারা ও নতুন আইন অনুযায়ী যখন পিনকন চিটফান্ড মামলার তদন্ত করা হয়, সে সময় ডিরেক্টর অফ ইকনোমিক অফেন্স হিসেবে কর্মরত ছিলেন বিষ্ণুপুরের এসডিপিও। মামলার প্রয়োজনে তাঁর সাক্ষ্যদান গুরুত্বপূর্ণ হলেও তিনি বারংবার এড়িয়েছেন কোর্টের হাজিরা। বারংবার মামলার গতিপথ বাধাপ্রাপ্ত হওয়ায় এবার কোর্ট থেকে ওঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, আদালতের হস্তক্ষেপে ইতিমধ্যে পিনকন চিটফান্ড মামলাকারীরা তাঁদের প্রাপ্য অর্থ ফেরত পেতে শুরু করেছেন। চিট ফান্ডের টাকা ফেরতের প্রক্রিয়ায় তৎপরতা আনতে ইতিমধ্যে আমানতকারীদের মধ্যে ফর্ম বিলি চলছে। পাশাপাশি জানা গেছে, পিনকন চিটফান্ড মামলার ধৃত প্রতারকরা এই মুহূর্তে জেল হাজতে আছেন। আপাতত মামলা দ্রুত নিষ্পত্তির দিকে এগোচ্ছে আদালত। এ প্রসঙ্গে আর্থিক অপরাধ দমন শাখার নিযুক্ত স্পেশাল পিপি সৌমেন কুমার দত্ত জানান, ‘বিষ্ণুপুরের এসডিপিও একটা সময় পিনকন চিটফান্ড মামলায় প্রথম তদন্তকারী অফিসার ছিলেন। বারবার আদালতে হাজিরার জন্য নির্দেশ যাওয়া সত্ত্বেও তিনি হাজিরা এড়িয়েছেন। তাই গত ২৭জানুয়ারি বিচারক মৌ চট্টোপাধ্যায় ওই পুলিস কর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।’

সারা বাংলায় চিটফান্ড মামলাকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা চোখে পড়ার মতো। এই নিয়ে ইতিমধ্যেই নানান চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এবার রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন, তাহলে কি এবার সারদা, নারদা এবং রোজভ্যালি কাণ্ডের উপর থেকেও পর্দা উঠার সময় হল ? একটার পর একটা চিটফান্ড মামলায় যেভাবে একের পর এক উচ্চপদস্থ এর নাম সামনে আসছে, তাতে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। তবে আগামী দিনের পরিস্থিতির ওপর নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!