এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আইপ্যাকের কারণেই বড় সাফল্য, বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিষেক!

আইপ্যাকের কারণেই বড় সাফল্য, বিতর্কের মাঝেই মুখ খুললেন অভিষেক!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূলের 108 টি পৌরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে। যে প্রার্থী তালিকা নিয়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়েছে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের সঙ্গে রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের কথা কাটাকাটি হয়েছে বলে খবর। আর এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ছে বলে যখন ব্যাপক জল্পনা তৈরি হয়েছে, ঠিক তখনই সেই সংস্থার প্রশংসা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে আইপ্যাক সাহায্য করেছে বলে জানিয়ে দিলেন তৃণমূলের এই শীর্ষ নেতা।

সূত্রের খবর, এদিন একটি বেসরকারি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই আইপ্যাক এবং প্রশান্ত কিশোরের ভূমিকা নিয়ে তাকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “2014 সালের নরেন্দ্র মোদীর সঙ্গেও কাজ করেছে আইপ্যাক। এদের কাজ সার্ভে করা। নীচ থেকে সঠিক দাম যাচাই করে সঠিক সময়ে দলকে জানানো। কে কোথায় কি করছে, বিশ্বাসঘাতকদের চিহ্নিত করেছে। দলের পক্ষে কে কাজ করেছে, দলের বিপক্ষে কে কাজ করছে, কর্মীদের মনের কথা দিয়েছে। যারা বিশ্বাসঘাতক, যারা দল বিরোধী কাজ করেছে, তাদের চিহ্নিত করতে সাহায্য করেছে আইপ্যাক।”

বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে আইপ্যাকের সঙ্গে তৃণমূলের একাংশের ব্যাপক সংঘাত তৈরি হয়েছে। মূলত, পৌরসভা নির্বাচনের প্রার্থী তালিকা নিয়ে সেই সংঘাত আরও বৃদ্ধি পেয়েছে। আর এই পরিস্থিতিতে আগামী দিনে প্রশান্ত কিশোরের সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারে তৃণমূল কংগ্রেস বলে মনে করা হচ্ছে। তবে এই রকম একটা পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে বিশ্বাসঘাতকদের চিহ্নিত করতে আইপ্যাক যে যথেষ্ট ভূমিকা পালন করেছে, তা জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!