এখন পড়ছেন
হোম > খেলা > এই ধোনি কি অতীতের ছায়া মাত্র? তৃতীয় ম্যাচেই চেন্নাইয়ের কঙ্কাল বেড়িয়ে পড়তেই উঠে গেল প্রশ্ন!

এই ধোনি কি অতীতের ছায়া মাত্র? তৃতীয় ম্যাচেই চেন্নাইয়ের কঙ্কাল বেড়িয়ে পড়তেই উঠে গেল প্রশ্ন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- জাতীয় দল থেকে অবসর নিয়েছেন কয়েক মাস আগেই। তবে আইপিএলে তাঁর খেলা দেখার জন্য অপেক্ষা করেছিল ভক্তগণ। তবে সে আশা যে খুব একটা ভালো পূরণ করতে পারছেন না, সেকথাই এবার শোনা যাচ্ছে মহেন্দ্র সিং ধোনির ভক্তদের কণ্ঠে। তাদের কথায় যে ধোনিকে দেখতে তারা অভ্যস্ত, তাকে হয়তো কোথাও হারিয়ে ফেলছেন ক্রিকেটপ্রেমীরা। আর তাই আইপিএলে দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখতে হল চেন্নাই সুপার কিংসকে। রান তাড়া করতে নেমে যথারীতি ব্যর্থ হলেন ক্যাপ্টেন কুল। তবে এর সঙ্গে ৪৪ রানে খেলা জিতে নিল দিল্লি ক্যাপিটালস। আর তারা প্রমাণ করে দিল এখনো পর্যন্ত ব্যাটে বলে সবদিক থেকেই আইপিএল সেরা হওয়ার ক্ষমতা রাখেন তারা।

এদিন খেলার শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি‌। অন্যদিকে দিল্লির হয়ে দুই ওপেনার শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ দুরন্ত শুরু করেন খেলা। মারকাটারি বাটিংয়ে একটি উইকেটে ১০.‌৩ ওভারেই তাঁরা ৯৪ রান যোগ করেন। নিজে ৩৫ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরলেও অন্যদিকে অর্ধশতরান পূর্ণ করেন পৃথ্বী। আউট হওয়ার আগে তিনি ৪৩ বলে ৬৪ রান করেন। এরপর দিল্লি অধিনায়ক শ্রেয়স এবং ঋষভ দলের হয়ে খেলতে এসে ২৬ রানে আউট হন শ্রেয়স। অন্যদিকে ২৫ বলে ৩৭ রান করেন পন্থ। শেষপর্যন্ত ২০ ওভারে তিন উইকেটে ১৭৫ রানে থামে দিল্লি। সেই সঙ্গে প্রথম দশ ওভারের তুলনায় পরের দশ ওভারে চেন্নাইয়ের বোলিং পারফরম্যান্স ভাল হয়। সিএসকে–র হয়ে চাওলা দু’‌টি উইকেট নেন এদিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ব্যাট করতে নেমে মন্থর গতিতেই খেলতে শুরু করে চেন্নাই। ফলত আস্কিং রেট বাড়তে থাকে। আর রানের গতি বাড়াতে গিয়ে পরপর বেশ কয়েকটি উইকেট শুরুতেই পড়ে যায় চেন্নাইয়ের। দলের হয়ে ওয়াটসন ১৪ রান, বিজয় ১০ রান, ঋতুরাজ গায়কোয়াড ৫ রান করেন। ফলত প্রথম দশ ওভারে যেখানে দিল্লি ৯৪ রান তুলেছিল, সেখানে চেন্নাই মাত্র ৪৭ রান করে। এর মধ্যে বেশিরভাগ রানই ছিল ডু’‌প্লেসির। ‌‌অন্যদিকে, প্রায় শেষপর্যন্ত মাঠে থাকলেও ধোনি ১২ বলে করেন ১৫ রান। যার মধ্যে ছিল দু’‌টি চার। শেষে ২০ ওভারে সাত উইকেটে ১৩১ রানে থেমে যায় চেন্নাই। ফলত ৪৪ রানে সহজেই ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস।

তবে ম্যাচ হারলেও এক অনন্য রেকর্ড গড়ার দিকেই যে ‘‌ক্যাপ্টেন কুল’‌ এগিয়ে চলেছেন, সে কথাই মনে করা হচ্ছে। কারণ আইপিএলে এখনও পর্যন্ত ১৯৩ ম্যাচ খেলে সুরেশ রায়নার সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড করে ফেলেছেন। তাই এখন চোট বা অন্য কোনও কারণে বাদ না পড়লে আগামী ম্যাচেই এই রেকর্ডের একক মালিক হয়ে যাবেন ধোনি। তারপর আর ছ’‌টি ম্যাচ খেলতে পারলেই প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে ২০০ ম্যাচ খেলার নজিরও গড়ে ফেলবেন তিনি। তবে যেভাবে এবারের আইপিএল নিয়ে বিতর্কের সমস্যার সৃষ্টি হয়েছে তাতে আইপিএলে এই রেকর্ডের সাক্ষী থাকতে ধোনিভক্তরা আদৌ পারবেন কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!