এখন পড়ছেন
হোম > খেলা > কাটল বড় জট! আমিরশাহিতে IPL শুরু হওয়ার আগে বড়সড় স্বস্তিতে বোর্ড থেকে ফ্র্যাঞ্চাইজিরা!

কাটল বড় জট! আমিরশাহিতে IPL শুরু হওয়ার আগে বড়সড় স্বস্তিতে বোর্ড থেকে ফ্র্যাঞ্চাইজিরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি বছরে আমাদের দেশে করোনার সংক্রমণের ব্যাপকতার কারণে দেশে সামাজিক দূরত্বের বিধি বলবৎ থাকায় এবছরে সমস্ত খেলাধুলার আসর বন্ধ রাখা হয়েছিল। এ কারণে অন্যান্য খেলাগুলির মতো এবার আইপিএলের আসর বসবে কিনা সে ব্যাপারে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল চূড়ান্ত হতাশা ও উৎকণ্ঠা। তবে এ প্রসঙ্গে অল্প কিছুদিন আগেই ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে চলতি বছরের আসন্ন আইপিএলের কথা ঘোষণা করা হয়েছিল।

ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, এবছর আইপিএল আমাদের দেশের পরিবর্তে হতে চলেছে মরুদেশ আরব আমিরশাহিতে। আমাদের দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতাই এর কারণ । গতকাল এবিষয়েই পরে গেল চূড়ান্ত সিলমোহর । গতকাল সোমবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরশাহী তে আইপিএলের খেলার বিরাট ছাড়পত্র দেয়া হলো ভারতীয় ক্রিকেট বোর্ডকে । সোমবার আইপিএল সংস্থার চেয়ারম্যান ব্রিজেশ পটেল এই প্রসঙ্গে জানিয়েছেন যে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসন্ন আইপিএল ম্যাচের লিখিত অনুমতি ইতিমধ্যেই তারা পেয়েছেন।

এরসঙ্গেই তিনি জানালেন, চলতি বছরের আইপিএলের নতুন স্পনসর কোন সংস্থা হতে চলেছে সেটিও আগামী 18 আগস্ট এর মধ্যে জানিয়ে দেয়া হবে। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা আইপিএলে তাদের পণ্যের বিজ্ঞাপন দেওয়ার জন্য আইপিএলের দপ্তরের কাছে তাদের আবেদনপত্র জমা করেছে। সাতদিন ধরে চলবে বিভিন্ন সংস্থার দেওয়া আবেদনগুলি বারবার পর্যালোচনা করে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এদিকে , আইপিএলের গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত নিয়েছেন আগামী ১৯ সে সেপ্টেম্বর থেকে শুরু করে আগামী ১০ ই নভেম্বর পর্যন্ত চলবে এবছরের আইপিএল ম্যাচ। আরবের তিনটি মাঠ দুবাই, আবু ধাবি ও শারজায় বসবে আইপিএলের আসর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল সংবাদ সংস্থা পিটিআই কে এ প্রসঙ্গে বলেছেন, ‘‘স্বরাষ্ট্রমন্ত্রক ও বিদেশমন্ত্রক থেকে লিখিত ছাড়পত্র এসে গিয়েছে আমাদের কাছে। গত সপ্তাহে মৌখিক নিশ্চয়তা পাওয়ার পর থেকেই এমিরেটস ক্রিকেট বোর্ডকে প্রস্তুতি শুরু করতে বলা হয়ে গিয়েছিল। এখন লিখিত ছাড়পত্র পাওয়ার পরে ফ্র্যাঞ্চাইজিদেরও জানিয়ে দেওয়া হবে, সব কিছুই ঠিকঠাক এগোচ্ছে।’’অন্যদিকে ভারত-চীনের মধ্যে সাম্প্রতিক জমি বিবাদের কারণে এবার আইপিএলের স্পনসর টাইটেল থেকে বিদায় নিয়েছিল চিনা মোবাইল প্রস্তুতকারক কোম্পানি ভিভো।এরপরে আইপিএলের টাইটেল স্পন্সর কে হবেন তা নিয়ে উৎকন্ঠায় ছিলেন অনেকেই এছাড়া আইপিএল থেকে আরো বেশ কিছু চীনা কোম্পানি তাদের স্পনসরশিপ তুলে নেবার জন্য প্রস্তুত হয়েছিল।

আর এটা নিয়েই ছিল উৎকণ্ঠা। কিন্তু সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে আইপিএলের স্পনসর্শিপ কে হতে চলেছে আপাতত জানিয়ে দিলেন চেয়ারম্যান ব্রিজেশ পটেল । এ সম্পর্কে তিনি জানিয়েছেন বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই আইপিএলে স্পন্সর করার জন্য তাদের আবেদন পত্র পাঠিয়েছে এই সমস্যা গুলোর মধ্যে বাবা রামদেবের পতঞ্জলির মতো দেশীয় কোম্পানিও আছে । তাই চিনা কম্পানি গুলি আইপিএল থেকে সরে যাওয়ায় আর্থিক ক্ষতিপূরণের যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কা অমূলক। অন্যদিকে গতকাল আইপিএলের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার সঙ্গে সঙ্গে ই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পরে যায়।

আইপিএল ক্রিকেটপ্রেমীদের মধ্যে শুরু হয় বিরাট উন্মাদনা। সোশ্যাল মিডিয়ায় এক ক্রিকেট প্রেমী পোস্ট করেছেন, “‘এ বার সন্ধ্যায় বাড়িতে থাকার কোনও কারণ খুঁজে পেলাম।’’ অন্যদিকে গতকাল সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট তারকা কে এল রাহুল ও সুরেশ রায়না নিজেদের ক্রিকেট অনুশীলনের ভিডিও পোস্ট করে ক্রিকেটপ্রেমীদের উৎসাহিত করেছেন । আইপিএল ম্যাচের ঘোষণা শোনার পর উচ্ছ্বসিত কে এল রাহুল পোস্ট করেছেন, ‘‘প্রত্যেকটি শটের শব্দ কানে সঙ্গীতের মতো বাজছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!