এখন পড়ছেন
হোম > অন্যান্য > IPL-এ ক্রমশ হতাশ করছে কোহলির ব্যাট! রুদ্ধশ্বাস মুম্বই ম্যাচের শেষে মুখ খুললেন অনুষ্কা!

IPL-এ ক্রমশ হতাশ করছে কোহলির ব্যাট! রুদ্ধশ্বাস মুম্বই ম্যাচের শেষে মুখ খুললেন অনুষ্কা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএলের আগেই দুবাই উড়ে গিয়েছেন বিরাট কোহলি, আর সঙ্গে স্ত্রী অনুষ্কা শর্মা। সেখান থেকেই ২৭শে আগস্ট ভক্তদের উদ্দেশ্যে আসে সুখবর। সেখানে বিরাট কোহলি এবং স্ত্রী অনুষ্কা শর্মা দুজনেই নিজেদের ইন্সটাগ্রামের অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে সুখবর ভাগ করে নেন। সেই ছবিতে অনুষ্কাকে দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি অন্তঃসত্ত্বা। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি মেজাজে দেখাচ্ছিল। সদ্য বাবা মা হতে চলার খবরে যৎপরনাই খুশি যে হয়েছেন তারা, সেটারই প্রমাণ। আর ছবির ক্যাপশনে দুজনেই লিখেছেন, ‘জানুয়ারি 2021-এ আসছি।’ তবে দুবাই পোঁছে আরসিবির সতীর্থদের সঙ্গে কেক কেটে সেলিব্রেশন করে এই আনন্দ ভাগ করে নিতেও দেখা গেছিল তাঁদের।

তবে এদিকে আনন্দ থাকলেও সেই আনন্দ কিন্তু খেলায় খুব একটা দেখাতে পারেননি অধিনায়ক। কারণ খেলার প্রথম থেকে সেভাবে ভালো ফলাফল করতে দেখা যায়নি বেঙ্গালুরুকে। তবে সোমবার দুবাইয়ে কোহলি এবং রোহিতের মাঠের লড়াই বেশ জমজমাট ছিল। এত উত্তেজনাপূর্ণ ম্যাচ আইপিএলে খুব কমই হয়েছে। তবে এই ম্যাচকে ভালো, উত্তেজনাপূর্ণ বা কোন বিশেষণ দিলে সঠিক মতামত দেওয়া যাবে সে কথা বলে বোঝানো যাচ্ছে না। তবে খেলার প্রতিক্রিয়া দেখে অনুষ্কা যে বেশ খুশি সে কথাই বোঝাই গেল তাঁর কথায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

করোনা পরিস্থিতিতে মাঠে গিয়ে খেলা দেখার উপায় নেই। তাই টিভির পর্দাতেই ম্যাচ উপভোগ করেছেন অনুষ্কা। এদিন ম্যাচের পর জয় আসে আরসিবির পকেটে। আর স্বামীর এহেন জিতে বেশ খুশি তিনি। এদিকে ক্রিকেটপ্রেমীদের রুদ্ধশ্বাস ম্যাচ দেখতে গিয়ে যেখানে চুল খাড়া হয়ে যাবার জোগাড়, সেখানে নিজের স্বামীর পারফরম্যান্স যে তাঁকে যৎপরনাই খুশি করবে, সে কথা বলাই বাহুল্য। তাই খেলা শেষে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেই ফেললেন যে উফফ.. একজন গর্ভবতীর জন্য একটু বেশিই উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়েছে। এটা সত্যিই দারুণ দল।

তবে এদিন খেলার লক্ষ্য কঠিন হলেও, ঈশান-পোলার্ড জুটিতে ম্যাচ একটা সময় মুম্বই ইন্ডিয়ান্স জিতবে বলেই মনে হয়। তবে স্কোর সমান হয়ে যাওয়ায় ম্যাচ পৌঁছায় সুপার ওভারে। সেখানেও উত্তেজনা ছিল টানটান। নির্ধারিত ইনিংসে ২৪ বলে ৬০ রানে অপরাজিত পোলার্ড আউট হয়ে যান। তারপর হাল ধরতে মাঠে নামেন রোহিত শর্মা। কোহলিদের সামনে তখন টার্গেট ৮ রান। সুপার ওভারে আবার আরসিবির এবি ডিভিলিয়ার্স আউট হন। কিন্তু ধন্দ থাকায় আবার রিভিউ নেন ক্যাপ্টেন কোহলি। কয়েক মুহূর্তের সাসপেন্সের পর জানা যায় তাঁর ব্যাটে বল না ঠেকেই কিপারের হাতে পৌঁছেছিল। ফলে শেষমেশ বাউন্ডারি ছুয়েই শেষ হয় জিত। ফলত থ্রিলার ছবির মত এত সাসপেন্স ভরা ম্যাচ দেখে যে অনুষ্কা যোগ্য কথাই বলেছেন, সেকথাই ফিরছে ক্রিকেট অনুরাগীদের মুখে মুখে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!