এখন পড়ছেন
হোম > অন্যান্য > জমজমাট IPL! করোনা জুজু উড়িয়ে আমিরশাহীর বুকে শুরু ক্রিকেট উৎসব! প্রথম ম্যাচেই ফিরল উত্তেজনা

জমজমাট IPL! করোনা জুজু উড়িয়ে আমিরশাহীর বুকে শুরু ক্রিকেট উৎসব! প্রথম ম্যাচেই ফিরল উত্তেজনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- আইপিএল নিয়ে শেষমেষ সাঙ্গ হল সমস্ত প্রতীক্ষা। শারজা স্টেডিয়ামে দেখা গেল দুই প্রতিপক্ষ দল চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে। গত বছরের এই দুই প্রতিদ্বন্দ্বীকে দিয়েই এবার খেলার দ্বৈরথ শুরু হয়েছিল আমিরশাহিতে। অন্যপ্রান্তে টিভির পর্দায় চোখ রেখে দর্শকাসনে উৎসুক ছিলেন ক্রিকেটপ্রেমীরা। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়েছে এবার। তবে দর্শকদের কাছে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য পৌঁছে দিতে ভার নিয়েছিল স্টার স্পোর্টস। সেই মতো টিভির পর্দায় বসে ম্যাচ উপভোগ করেছেন গোটা ভারতবাসী। তবে কেমন হল আইপিএলে প্রথম খেলার অভিজ্ঞতা? জেনে নেওয়া যাক।

প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ধোনি শিবির। এরপর ব্যাট করতে নামেন রোহিত শর্মা আর কুইন্ট ডি’‌কক। শুরুতে বেশ ভালই করলেও চাওলার বলে ২৩ রানের মাথাতেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এরপর ফিরে যেতে হয় সূর্যকুমার যাদবকেও। এরপর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে আসেন সৌরভ তিওয়ারি এবং ডি’‌কক। দু’‌জনে মিলে তৃতীয় উইকেটে ৪৪ রান যোগ করেন দলের রানে। এরপরই বাউন্ডারি লাইনে দুর্দান্ত দুটি ক্যাচ ধরেন ডুপ্লেসি। ফলে ৪২ রানে সৌরভ তিওয়ারি এবং ১৪ রানে হার্দিক পাণ্ডিয়াকে প্যাভিলিয়নে ফেরান তিনি। অন্যদিকে ১৮ রান করেই আউট হন ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ড। এছাড়া ডি’‌কক করেন ৩৩ রান। অবশেষে ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রানে শেষ করে মুম্বই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, চেন্নাই ১৬৩ রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ধাক্কা খেতে হয় চেন্নাইকে। ওয়াটসনকে ৪ রানে প্যাটিনসন আর বিজয়কে ১ রানেই আউট করেন বোল্ট। কিন্তু এরপরই দুর্দান্তভাবে ছন্দে ফিরে আসতে দেখা যায় চেন্নাইকে। নেপথ্যে রায়াডু এবং ফ্যাফ ডু’প্লেসি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুরন্ত‌‌ অর্ধশতরান করে রায়ডু ৭১ রানে তাঁকে আউট করেন দীপক চাহার। এরপর রবীন্দ্র জাদেজা ১০ রান করেই আউট হন। তবে স্যাম কারেনের পাঁচ বলে ১৮ রান এবং ডু’প্লেসির অপরাজিত ৫৮ রানে জয় হয় তাদের। তবে শেষদিকে ব্যাটিং করতে নামলেও কোনও রান না করেই অপরাজিত থাকেন ধোনি।

এদিকে চেন্নাইয়ের হয়ে এনগিডি তিনটি এবং চাহার ও জাদেজা দুটি করে উইকেট নেন। তবে প্রসঙ্গত উল্লেখ্য, ঠিক যেন শেষ থেকেই শুরু হয় এদিন। এদিন ম্যাচ শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় ছড়াতে শুরু করে একটি পোস্ট। ১৫ আগস্ট সন্ধে ৭টা ২৯ মিনিটে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ১৯ সেপ্টেম্বর, ঠিক সন্ধে ৭টায় ফের টস জিতে ম্যাচও জিতে নিলেন তিনি। চেন্নাইয়ের জার্সি গায়ে প্রায় দেড় বছর পর বাইশ গজে ফিরলেন মাহি। আর সেইসঙ্গে গোটা দেশ আবেগে ভাসল। গতবারের ফাইনালে যেখানে ধোনির চেন্নাইকে মাত্র ১ রানে হারিয়ে চতুর্থবার ট্রফি জিতেছিলেন রোহিত শর্মা, সেখানে এভাবেই বদলা দিয়েই শুরু হল কালকের আইপিএল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!