এখন পড়ছেন
হোম > অন্যান্য > চূড়ান্ত উত্তেজনাপূর্ণ পর্বে প্রবেশ জমজমাট IPL! তারমাঝেই চোটের জন্য ছিটকে গেলেন এই মহাতারকা

চূড়ান্ত উত্তেজনাপূর্ণ পর্বে প্রবেশ জমজমাট IPL! তারমাঝেই চোটের জন্য ছিটকে গেলেন এই মহাতারকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আইপিএলের মাঝপথে এসে দিল্লি ক্যাপিটালস এর জন্য দুঃসংবাদ। চলতি আইপিএল থেকে শুধুমাত্র আঙুলে চোট পেয়ে এবার ছিটকে গেলেন অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র। সবে মাত্র আইপিএলে ভেলকি দেখাতে শুরু করেছিলেন এই অভিজ্ঞ স্পিনার। রবীচন্দ্রন অশ্বিন চোট পাওয়ায় দিল্লি ক্যাপিটালসে সুযোগ পেয়েছিলেন ভারতীয় লেগস্পিনার অমিত মিশ্র। কিন্তু মাত্র তিনটি ম্যাচেই তার আইপিএল শেষ হয়ে গেল। সম্প্রতি কেকেআরের বিরুদ্ধে নিতিশ রানার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান অমিত মিশ্র।

সেই চোট গুরুতর হওয়ায় এবারের মতন আইপিএলকে বিদায় জানাতে হলো তাঁকে। এবং শেষ পর্যন্ত আইপিএলের বাকি মরসুমের জন্য দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাঁর পরিবর্ত ক্রিকেটার হিসেবে বেছে নিলেন 27 বছর বয়সী প্রবীণ দুবেকে। ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে তাঁদের সোশ্যাল মিডিয়ায় নতুন ক্রিকেটার দলে নেওয়ার কথা জানানো হয়েছে এবং সেখানেই ঘোষণা করা হয়েছে, চোট পেয়ে অমিত মিশ্র টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় তাঁর জায়গায় দলে এলেন লেগ স্পিনার প্রবীণ দুবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

27 বছরের প্রবীণ দুবে কর্ণাটকের হয়ে ইতিমধ্যেই ঘরোয়া ক্রিকেট খেলেছেন। 8 টি ম্যাচ খেলার পাশাপাশি তিনি প্রথম শ্রেণীর একটি ম্যাচ খেলেছেন। 14 টি টি-টোয়েন্টি ম্যাচে এখনো পর্যন্ত 16 টি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে বলে জানা যাচ্ছে। দিল্লি ক্যাপিটালসে এবছর আইপিএলের শুরু থেকেই চোটের ছড়াছড়ি। ইতিমধ্যেই বুকের পাঁজরে চোটের জন্য ইশান্ত শর্মা ছিটকে গেছে আইপিএল থেকে। অমিত মিশ্রের পরিবর্তে প্রবীণ দুবে দলে এলেও ইশান্ত শর্মার পরিবর্তে কে দলে আসবেন, সে ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত দিল্লি ক্যাপিটালস করেনি। আপাতত 9 টি ম্যাচ খেলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস এবং তাঁদের 14 টি পয়েন্ট হাতে এসেছে।

চোটে জর্জরিত হলেও দিল্লি ক্যাপিটালস কিন্তু আইপিএল 2020 তে এখনো পর্যন্ত স্কোরবোর্ডের সবথেকে উপরে রয়েছে। প্রসঙ্গত, দিল্লির বোলিং স্কোয়াডের অন্যতম অস্ত্র ছিলেন অমিত মিশ্র। চলতি টুর্ণামেন্টে তিনটি ম্যাচে অংশ নিয়ে তিনি তিনটি উইকেট তুলেছিলেন। আইপিএলের অন্যতম সফল স্পিনার হিসেবে ইতিমধ্যেই অমিত মিশ্রর নাম ওপরে উঠে এসেছিল। উল্লেখ্য, গত 23 অক্টোবর কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমেছিল দিল্লি ক্যাপিটালস। সেখানেই অমিত মিশ্র নিজের 4 ওভার বোলিং অসম্পূর্ণ রেখেই চোট নিয়ে মাঠ ছাড়েন। আপাতত দেখার দিল্লি ক্যাপিটালসের স্কোরবোর্ডের শীর্ষস্থান প্রবীণ দুবে মাঠে নেমে ধরে রাখতে পারে কিনা!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!