এখন পড়ছেন
হোম > অন্যান্য > IPL- এর টাইটেল স্পন্সর হওয়ার জমজমাট লড়াই! শেষ লগ্নে প্রবলভাবে ভেসে উঠলো টাটা গোষ্ঠীর নাম!

IPL- এর টাইটেল স্পন্সর হওয়ার জমজমাট লড়াই! শেষ লগ্নে প্রবলভাবে ভেসে উঠলো টাটা গোষ্ঠীর নাম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে সবথেকে প্রতীক্ষিত এবং সমালোচিত বিষয় হচ্ছে ক্রিকেট আইপিএল। আর কিছুদিনের মধ্যেই আমির্শাহীতে অনুষ্ঠিত হতে চলেছে এই টুর্নামেন্টটি। এতদিন ধরে এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর ছিল ভিভো। কিন্তু সম্প্রতি ভিভোর সরে দাঁড়ানোয় সেখানে জায়গা করে নিয়েছে অনেক ভারতীয় সংস্থা। সেই তালিকায় উঠে এসেছে জিও, অ্যামাজন, কোকাকোলার সঙ্গে বাইজু, আন একাডেমি, এমনকি পতঞ্জলির মত কোম্পানি নামও। তবে স্পন্সরশিপ নিয়ে জল্পনা নিয়ে অনেক দূর গড়িয়েছে।

মাস কয়েক আগে ভারত-চীন সীমান্তে দুই দেশের সম্পর্কের আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠায়, সারা দেশ জুড়ে শুরু হয় চিনা দ্রব্য বর্জনের ডাক। সেইসঙ্গে সরকারি ভাবে বেশ কিছু চিনা অ্যাপ ভারতে নিষিদ্ধ করা হয়। সম্ভবত এরপরই ভারতীয় স্পনসর্শিপ থেকে সরে দাঁড়ায় চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। কারণ এরকম পরিস্থিতিতে হয়তো তাদের কোম্পানির নামের প্রতি একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, এমনটাই দাবি করেছিলেন বিশেষজ্ঞেরা।

এতদিন ভিভো স্পনসর্শিপ বাবদ বিসিসিআইকে ৪৪০ কোটি টাকা দিত বলে জানা গেছে। তাই এই সংস্থার সরে যাওয়ার পর আদৌ সেই টাকা অন্য কোন ভারতীয় সংস্থা দিতে পারবে বলে সন্দেহ ছিল অনেকের। তার ওপর দোসর ছিল করোনা ভাইরাসের কারণে বিরূপ অর্থনৈতিক অবস্থা। কিন্তু বিসিসিআই কর্তা সৌরভ গাঙ্গুলী সে বিষয়ে আগেই আশ্বস্ত করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপরে ১৪ তারিখে দুটি কো স্পন্সরের নাম ঘোষণা হয়, যারা কিনা প্রতিবছর বিসিসিআইকে ৬০ কোটি টাকা দেবে। এরা হলেন ক্রেড এবং আন একাডেমি। সেইসঙ্গে টেলিকাস্ট চ্যানেল গুলো থেকেও বিসিসিআই ভালো রকমের টাকা নেবার প্রচেষ্টায় রয়েছে এমন খবর ছিল।

তবে টাইটেল স্পন্সরের দৌড়ে বাইজু এবং জিওর মধ্যে ছিল তীব্র লড়াই। দুজনেই বিড পেপার তুলেছিলেন বলেই শোনা গিয়েছিল। তবে সম্প্রতি একটি খবর থেকে জানা গেছে টাটা সংস্থাটির এক্ষেত্রে পাল্লা একটু ভারী। সেইসঙ্গে বাইজু ভারতীয় টিমের স্পন্সর হওয়ায়, অনেকের ধারণা ছিল বাইজু হয়তো এই দিক থেকে এগিয়ে।

তবে শোনা গিয়েছিল টাইটেল স্পন্সর এর জন্য ৩০০ কোটি টাকার একটি দর ঠিক করেছে বিসিসিআই। তাই টাইটেল স্পন্সর এর খেতাব যেই পাক না কেন, তাকে এই টাকাটা দিতে হবে। আপাতত ১৮ ই অগস্ট বিসিসিআইয়ের তরফ থেকে আইপিএল টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করা হবে। সুতরাং ক্রিকেট অনুরাগী থেকে ক্রিকেট বিশেষজ্ঞ সবারই নজর এখন সেই দিনটিতে রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!