এখন পড়ছেন
হোম > খেলা > IPL সমাচার! শুধু VIVO নয়, এবার সরে যাচ্ছে আরও চীনা স্পনসর, খেলা শুরু নিয়ে সমস্যায় বোর্ড?

IPL সমাচার! শুধু VIVO নয়, এবার সরে যাচ্ছে আরও চীনা স্পনসর, খেলা শুরু নিয়ে সমস্যায় বোর্ড?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহে ভারতের সঙ্গে জমি বিবাদ শুরু করার পরেই চীনের বিরুদ্ধে ভারত একের পর এক অর্থনৈতিক আক্রমণ সানাতে শুরু করেছিল। চীনা পণ্য আমদানির উপরে নিয়ন্ত্রণ, চীনা আপ নিষিদ্ধকরণের পথে হেটেছিল ভারত। দেশবাসীরাও চীনা পণ্যের ব্যবহার বর্জন নিয়ে প্রায় একজোট। চীনা পণ্যের বিরুদ্ধে দেশবাসীর এই বিরুদ্ধ মনোভাব এখন ছড়িয়ে পড়েছে খেলার মাঠের চৌহদ্দীতেও। চীনা পণ্যের বিরুদ্ধে দেশ ও দেশবাসীর প্রবল আপত্তির দিকটি বিবেচনা করেই আগামী আইপিএল এর টাইটেল স্পনসরশিপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে চীনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা ভিভো। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে এই সংস্থার বার্ষিক ৪৪০ কোটি টাকার চুক্তি ছিল।

তাই খেলার স্পনসরশিপ থেকে ইনজেকে গুটিয়ে নেওয়ায় ক্রিকেট বোর্ড আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারে বলে অনেকে মনে করছেন। কারণ আগামী নভেম্বর মাসে আরব দেশে বসতে চলেছে চলতি বছরের আইপিএলের আসর। তাই এতো অল্প সময়ের মধ্যে এরকম টাইটেল স্পনসর সংস্থা খুঁজে পাওয়া বোর্ডের পক্ষে তেমন সহজ নয়। অন্যদিকে টাইটেল স্পনসরশিপ থেকে ভিভোর প্রস্থানের পর অন্যান্য চীনা সংস্থা গুলো, যারা এতকাল আইপিএলএ মোটা টাকা খরচ করে নিজেদের বিজ্ঞাপন দিত তারাও এবার পাততাড়ি গোটাবার পরিকল্পনা করছে। এভাবে এতকাল আইপিএলে অন-এয়ার বিজ্ঞাপন দেওয়া সমস্ত চীনা সংস্থাগুলিই যদি নিজেদের গুটিয়ে নেয় তবে বিরাট আর্থিক সমস্যায় পড়তে চলেছে ক্রিকেট বোর্ড সহ, ক্রিকেট সাম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস-ও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ মোবাইল প্রস্তুতকারী চীনা সংন্থা ভিভো চলে যাবার পরেও অন্যোন্য বেশকিছু চীনা মোবাইল নির্মাণকারী সংস্থা ওপো, রিয়েল মি, সাওমি, হুয়াওয়েই, লেনোভো যারা এখনো পর্যন্ত আইপিএল থেকে তাদের বাণিজ্য সম্পর্ক প্রত্যাহার করে নেয়নি। কিন্তু বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে চীনা পণ্যের প্রতি ভারত বাসীর প্রবল রোষের দিকটি তারাও ভাবতে চলেছে। চলতি বছরের আইপিএল ম্যাচে তারাও আর নিজেদের পণ্যের বিজ্ঞাপন দিতে তেমন একটা উৎসাহী নয়। সম্প্রতি ইনসাইড স্পোর্ট-এ প্রকাশ পাওয়া একটি রিপোর্ট তাদের এই নিরুৎসাহের কথা তুলে ধরেছে।

এই রিপোর্টে বলে হচ্ছে যে, গত বছরের আইপিএলের ম্যাচে ভিভো ও ওপো মাইল মোট ২৪০ কোটি টাকা নিজেদের মোবাইলের বিজ্ঞাপন দিতে খরচ করেছিল। কিন্তু এবার আর তা হবার নয়। অন্যদিকে আবার পেটিএম, সুইগি, জোমাটো, ড্রিম১১ এর মতো সংস্থা গুলি ব্যবসায়িক কারণে চীনের সঙ্গে গাঁটছাড়া ভাবে যুক্ত আছে। তাই ভিভো, ওপোর মতো তারাও যদি আইপিএল থেকে নিজেদের পাততাড়ি গুটিয়ে নেয় তাহলে সমস্যা আরও বাড়বে।

প্রসঙ্গত, গত বছর আইপিএলের থেকে খেলে সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ২১০০ কোটি টাকা যায় করেছিল, কিন্তু এবারে তাদের যায় কমে ১৫০০-১৭০০ কোটি টাকার মধ্যেই ঘোরাফেরা করবে বলে বিশেষজ্ঞদের অনুমান।অন্যদিকে এবছরের আইপিএল যে দরজায় কড়া নাড়তে শুরুও করে দিয়েছে। তাই রাতদিন এককরে খেলার স্পনসর সংস্থা খুটে মাঠে নেমে পড়েছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!