করোনা যুদ্ধে জিততে রাতারাতি মসজিদ পরিবর্তিত হল মাস্ক তৈরীর কারখানায়! কুর্নিশ গোটা বিশ্বের আন্তর্জাতিক April 9, 2020 এই মুহূর্তে বিশ্বব্যাপী ত্রাস করোনার ভয়াবহতার সামনে দাঁড়িয়ে রয়েছে মানব সভ্যতা। কিভাবে এই ভয়াবহতা রোধ করা যাবে, তা অবশ্য এখনো পর্যন্ত কারোর জানা নেই। তবে করোনাকে রুখতে প্রাথমিকভাবে বিশেষজ্ঞরা জোর দিয়েছেন মাস্ক এবং গ্লাভস ব্যবহারের ওপর। চীনের ইউহান প্রদেশ থেকে ক্রমশ করোনার প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। তারমধ্যে ইরানও অন্যতম। এখনো পর্যন্ত ইরানে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 60 হাজার জন। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 3000। এই অবস্থায় ইরানের ধর্মস্থল পরিবর্তন হলো মাস্ক তৈরীর কারখানায়। সূত্রের খবর, ইরানের এক মসজিদে এই মুহূর্তে এলাকার বহু মহিলা সেলাই মেশিন নিয়ে মাস্ক তৈরিতে রত হয়েছেন।জানা গেছে, আপাতত 15 জন মহিলা নিরন্তর মাস্ক তৈরি করে চলেছেন মসজিদের ভেতর। এই উদ্যোগের পেছনে রয়েছে ইরানের এক বিদ্রোহী গোষ্ঠী বসজি। জানা যায়, এই গোষ্ঠীর সদস্যরা ইরাক-ইরান যুদ্ধের সময়ও যুদ্ধক্ষেত্রে অংশ নিয়েছে বহুবার। সবদেশেই করোনার প্রাদুর্ভাব এত ব্যাপক আকারে দেখা দিয়েছে যে করোনাকে আটকাতে ন্যূনতম প্রয়োজনীয় জিনিসেরও অভাব দেখা দিয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - বর্তমানে ইরানও এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অবস্থা সামাল দিতে তাই সরকারের ওপর নির্ভর না করে দেশের সাধারণ জনগণই উদ্যোগ নিয়েছে। তবে মানবজাতির রক্ষার্থে যেভাবে ধর্মকে উপেক্ষা করে মানুষের প্রয়োজনীয়তার দিকে নজর দেওয়া হয়েছে, বিশেষজ্ঞদের মতে তা অত্যন্ত প্রশংসনীয়। অন্য অনেক দেশে যেখানে ধর্ম নিয়ে হানাহানি চলছে, সেখানে মানবজাতির কল্যাণে যে ধর্মকেও পিছনে ফেলা যায়, তা দেখিয়ে দিল অন্যতম দেশ ইরান। আপনার মতামত জানান -