বিরোধী মহাজোট ক্ষমতায় এলে কি প্রধানমন্ত্রী মমতা? হেভিওয়েট তারকার ট্যুইটে জল্পনা! জাতীয় তৃণমূল রাজনীতি রাজ্য July 29, 2021 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে বিরোধী মহাজোট তৈরি করে বিজেপি সরকারের ওপর চাপ সৃষ্টি করাই প্রধান লক্ষ্য তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আর সেই মতো করেই দলকে একদিকে যেমন বিস্তারলাভ করানোর চেষ্টা করছেন তিনি, ঠিক তেমনই দিল্লিতে গিয়ে একের পর এক বিরোধী দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে তাকে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে একের পর এক বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করছেন, ঠিক তখনই তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নেতা কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে গোটা দেশের মুখ বলে তুলে ধরতে শুরু করেছেন। এক্ষেত্রে অনেকে ট্যুইটে “আব কি বার দিদি সরকার” প্রচার করতে শুরু করেছেন। যার ফলে নানা মহলে বিশেষত তৃণমূলের মধ্যে আশার আলো তৈরি হয়েছে যে, আগামী দিনে যদি কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে সরানো যায় এবং বিরোধী মহাজোট ক্ষমতায় আসে, তাহলে তার প্রধান মুখ হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথায় আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেন বলে আশাবাদী ঘাসফুল শিবির। আর এই পরিস্থিতিতে টুইট করে সেই ব্যাপারে জল্পনা বাড়িয়ে দিলেন বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূলের সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন একটি টুইট করেন বিশিষ্ট এই অভিনেত্রী। যেখানে ভিকট্রি চিহ্ন দেখানো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি দেওয়া রয়েছে। আর তার নীচে লেখা রয়েছে, “আগামীর দিন দিচ্ছে ডাক, মেয়ের হাতেই ভারত থাক।” আর এই পোস্টের একদম পেছনে ভারতের ম্যাপ ব্যাকগ্রাউন্ড হিসেবে দেখানো হয়েছে। স্বাভাবিকভাবেই এই পোস্টকে কেন্দ্র করে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। অনেকে বলছেন, সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলার ক্ষমতা দখলের জন্য উঠেপড়ে লেগেছিল। তার পাল্টা তৃণমূলের পক্ষ থেকে “বাংলা নিজের মেয়েকেই চায়” বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরা হয়েছিল। আর তৃণমূলের স্লোগান যে অনেকটাই কাজে দিয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তৃতীয়বারের জন্য তৃণমূল পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে। আর তারপরেই ভারতবর্ষের দিকে নজর দিতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী মহাজোট গঠন করে 2024 সালের আগে ক্ষেত্র প্রস্তুত করে যাতে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা যায়, এখন সেটাই তার প্রধান লক্ষ্য। আর সেই আঙ্গিকে দিল্লিতে গিয়ে একের পর এক বিরোধী নেতা-নেত্রীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিজেদের অনুকূলে আনার চেষ্টা করছেন তিনি। এমত পরিস্থিতিতে কিছুদিন আগে সমাপ্ত হয়ে যাওয়া বিধানসভা নির্বাচনে “বাংলা নিজের মেয়েকে চায়” বলে যে কায়দায় স্লোগান দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় আগামী দিনের কথা তুলে ধরে “নিজের মেয়ের হাতেই ভারত থাকবে” বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলে ধরার সুকৌশলী চেষ্টা করলেন বিশিষ্ট অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পর্যবেক্ষকদের মতে, বিরোধী মহাজোট গঠন হলেও, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রধান মুখ হয়ে ওঠেন, তার জন্য তৃণমূলের পক্ষ থেকে এখন থেকেই ব্যাপক প্রচার করা হচ্ছে। এক্ষেত্রে একমাত্র ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য বলেও দাবি করতে শুরু করেছে তৃনমূলের কর্মী-সমর্থকরা। যদিও বা মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, তিনি নেতৃত্ব দিতে চান না। এক্ষেত্রে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে সরানোই এখন প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো। তবে তার দলের নেতা থেকে শুরু করে কর্মীরা সকলেই যে তাকে নিয়ে আগামী দিনের জন্য আশায় বুক বাঁধতে শুরু করেছেন, তা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট অভিনেত্রী এবং তৃণমূল নেত্রীর এই ট্যুইটের মধ্যে দিয়েই জোরালো হয়ে উঠল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -