এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বাংলা নিয়ে গোপন রিপোর্টে ঘুম উড়েছে অমিত শাহের? তড়িঘড়ি চেয়ে পাঠালেন মুকুল রায়ের সমীক্ষা?

বাংলা নিয়ে গোপন রিপোর্টে ঘুম উড়েছে অমিত শাহের? তড়িঘড়ি চেয়ে পাঠালেন মুকুল রায়ের সমীক্ষা?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – নরেন্দ্র মোদী-অমিত শাহ বা সঙ্ঘের ‘নেক্সট ডেস্টিনেশন’ যে বাংলা সে কথা আজ আর কারোরই অজানা নয়। লোকসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন সময়ে অমিত শাহরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ২০২১-এর বিধানসভা নির্বাচনে নবান্ন থেকে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে সেখানে গেরুয়া শাসন অধিষ্ঠিত করতে হবে। আর সেই লক্ষ্যে ঘুঁটি সাজাতে শুরু করেছেন অমিত শাহ। বাংলা নিয়ে নিচ্ছেন একের পর এক পদক্ষেপ।

সূত্রের খবর, এক-আধটি নয় – বাংলার পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট হাতে পেতে অমিত শাহের চার-চারটি এজেন্সি গোপনে কাজ করছে। আর সেইসব এজেন্সিদের গোপন রিপোর্ট সম্প্রতি দিল্লিতে জমা পড়েছে। অমিত শাহ নাকি জানতে চেয়েছিলেন – করোনা ও আমপান পরবর্তী সময়ে বাংলায় বিজেপির কি অবস্থা? আর এই মুহূর্তে ভোট হলে বাংলায় কি ফলাফল হতে পারে। অসমর্থিত সূত্রের খবর, ওই গোপন রিপোর্টে যা জমা পড়েছে, তাতে রীতিমত ঘুম উড়ে গেছে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্বের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, ওই রিপোর্টে নাকি জানানো হয়েছে, এই মুহূর্তে ভোট হলে বাংলায় বিজেপি আটকে থাকতে পারে ৯০-এর আশেপাশে। অন্যদিকে, বামফ্রন্ট-কংগ্রেস জোট পেতে পারে গোটা ১৫ আসন। আর তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে পারে ১৮০-১৯০ টি আসন। প্রসঙ্গত, বাংলায় ২৯৪ আসনের বিধানসভা। সুতরাং, এখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ১৪৮ টি আসন পেতে হবে। যার ধারে কাছে পৌঁছাচ্ছে না বিজেপি। অন্যদিকে, ২০১৬-এর তুলনায় কিছুটা আসন কমলেও হাসতে হাসতে সরকার গড়তে পারে তৃণমূল।

ওই রিপোর্টে জানানো হয়েছে, লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বাংলায় বিজেপির যে অবস্থান ছিল, সেখান থেকে দল অনেক পিছিয়ে গেছে। এর কারণ মূলত, বিভিন্ন জায়গায় গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে উঠেছে। বহু নেতার বিরুদ্ধেই দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ – যা জনমানসে বিজেপির বিরুদ্ধে যাচ্ছে। যোগ্য লোকেদের বিভিন্ন জায়গায় দমিয়ে রাখা হচ্ছে। ফলে, অন্যদল থেকে আসা অনেক নেতাই এখন আবার পুরোনো দলে ফিরে যাচ্ছেন। সবথেকে বড় কথা, যাঁরা বিজেপিতে আসবেন বলে মনস্থির করেছিলেন, তাঁদের অনেকেই এসব দেখে শুনে গেরিয়া শিবির নিয়ে আগ্রহ হারাচ্ছেন।

আর সূত্রের খবর, এই রিপোর্ট পেয়েই অমিত শাহ চেয়ে পাঠিয়েছেন মুকুল রায়ের গোপন রিপোর্ট। কেননা, মুকুল রায় বিগত পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ছিলেন বিজেপির নির্বাচনী অবজার্ভার। সেখানে, দলীয় যা রিপোর্ট গিয়েছিল, মুকুল রায়ের রিপোর্ট ছিল সম্পূর্ণ ভিন্ন। আর রেজাল্ট বেরোলে দেখা গেছে, মুকুল রায়ের রিপোর্টের সঙ্গে বাস্তব ফলাফল প্রায় মিলে গেছে। ফলে, অমিত শাহের অফিস এখন অনেকটাই নির্ভর করছে বঙ্গ রাজনীতির চাণক্যের নিজস্ব সমীকরণের উপর। সূত্রের খবর, মুকুল রায় ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করে দিয়েছেন, খুব শীঘ্রই তাঁর গোপন রিপোর্ট দিল্লি যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!