এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ক্রমশ শক্তি হারাচ্ছে বিজেপি? খোদ মোদীকে সামনে রেখে নেওয়া কর্মসূচি, লক্ষ্যমাত্রার অনেক পিছনে

ক্রমশ শক্তি হারাচ্ছে বিজেপি? খোদ মোদীকে সামনে রেখে নেওয়া কর্মসূচি, লক্ষ্যমাত্রার অনেক পিছনে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লক্ষ্য 2021 এ ক্ষমতা দখল। তার আগে এখন বিজেপির পক্ষ থেকে নানা জেলায় নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিটি জেলায় বিজেপির পক্ষ থেকে সম্পর্ক অভিযান নামে কর্মসূচি নেওয়া হয়েছে। যেখানে মানুষের সাথে নতুন করে জনসংযোগ করার উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। জেলা বিজেপি নেতৃত্বকে রাজ্যের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, এর মাধ্যমে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনের প্রচার করতে হবে।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির এই সম্পর্ক অভিযান কর্মসূচি কার্যত ভেস্তে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, 10 দিনের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার প্রায় আড়াই লক্ষ বাড়িতে যাওয়ার টার্গেট নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম তিন দিনে মাত্র 10,000 বাড়িতে পৌঁছতে পেরেছে ভারতীয় জনতা পার্টি। যার ফলে বিজেপির এই কর্মসূচি এখন প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্পর্ক অভিযানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির স্বাক্ষর করা একটি চিঠি নিয়ে রাজ্যের প্রতিটি জেলার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার প্রতিটি বুথে প্রত্যেক বাড়িতে পৌঁছানোর টার্গেট নিয়েছিল ভারতীয় জনতা পার্টি। 16 থেকে 25 জুন 10 দিনের মধ্যে জেলার প্রত্যেকটি বুথের প্রত্যেকটি বাড়িতে প্রধানমন্ত্রীর সেই বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।

কিন্তু এই কর্মসূচির তিনদিন পেরোনোর পর মোটে 10000 বাড়িতে পৌঁছাতে পেরেছে গেরুয়া শিবির। দলের একাংশের দাবি, সঠিক পরিমাণে কর্মী না থাকার কারণেই এই কর্মসূচিতে সাফল্য পাওয়া সম্ভব হচ্ছে না। যার ফলে বিজেপির এই কর্মসূচি কার্যত ধাক্কা খাচ্ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপির পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় প্রধানমন্ত্রীর স্বাক্ষর করা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে মানুষের মনে দাগ কাটতে চাইলেও, যেভাবে দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপি এই কর্মসূচিতে ফ্লপ খাচ্ছে, তাতে গেরুয়া শিবিরকে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে বিজেপিকে কটাক্ষ করে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ মুখ খোলেন।

তিনি বলেন, “বিজেপি থেকে সবাই আমাদের দলে চলে আসছে। ওদের লোকবল নেই। আর ওদের কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই।” কিন্তু কেন সঠিকভাবে এই কর্মসূচি পালন করা সম্ভব হচ্ছে না? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিনয় বর্মন বলেন, “প্রত্যেকের বাড়িতে যাওয়া সম্ভব নয়। আমরা আড়াই লক্ষ বাড়িতে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছিলাম। 16 তারিখ থেকে এই অভিযান শুরু হয়েছে। 18 তারিখ পর্যন্ত 10000 বাড়িতে আমরা পৌঁছাতে পেরেছি।”

তিনি আরও জানিয়েছেন, “19 এবং 20 জুন এই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে। বাকি পাঁচদিনের মধ্যে বাকি বাড়িগুলোতে পৌঁছে যাওয়ার লক্ষ্য রাখা হয়েছে।” রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, এভাবে চলতে থাকলে এই কর্মসূচির মেয়াদ থাকা পর্যন্ত বিজেপি কোনমতেই আড়াই লক্ষ বাড়িতে পৌঁছাতে পারবে না। কেননা তা কোনোমতেই সম্ভব হবে না। যার ফলে বিজেপির এই কর্মসূচি দক্ষিণ দিনাজপুর জেলায় কার্যত ভেস্তে যাবে বলেই মনে করছে বিশেষজ্ঞরা।

যার ফলে তৃণমূল এখানে বিজেপিকে তাদের এই কর্মসূচি ভেস্তে যাওয়া নিয়ে কটাক্ষ করতে পারবে বলেই দাবি একাংশের। সবথেকে বড় কথা, মাত্র এক বছর আগে হওয়া লোকসভা নির্বাচনে এখানে জয়ী হয়েছিল বিজেপি। আর তারপরেই অনেক ঢাকঢোল পিটিয়ে হেভিওয়েট নেতা বিপ্লব মিত্রকে যেটা হয়েছিল দলে। তারপরেও, এই সাংগঠনিক অবস্থা নিয়ে উঠে যাচ্ছে অনেক প্রশ্ন। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, বিজেপি শেষ পর্যন্ত কত বাড়িতে তাদের এই জনসংযোগ কর্মসূচি পালন করতে পারে, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!