এখন পড়ছেন
হোম > অন্যান্য > সিগারেটেই কি লুকিয়ে করোনার আসল প্রতিষেধক? ফ্রান্সের বিজ্ঞানীদের গবেষণায় নতুন দিগন্ত?

সিগারেটেই কি লুকিয়ে করোনার আসল প্রতিষেধক? ফ্রান্সের বিজ্ঞানীদের গবেষণায় নতুন দিগন্ত?


করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে যেভাবে সংকট ছড়িয়েছে, তাতে আতঙ্কিত বিশ্ববাসী। এই মুহুর্তে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে, করোনা প্রতিরোধের। এই পরিস্থিতিতে একের পর এক বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে করো না প্রতিরোধের উপায় হিসেবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশগুলি ইতিমধ্যেই দাবি করেছে, তাঁরা করোনার প্রতিষেধক আবিষ্কার এর ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে গেছে। কিন্তু তার আগেই বিভিন্ন টোটকার আগমন ঘটেছে করোনার প্রতিরোধ করতে।

এবার ফ্রান্সের একদল বিজ্ঞানী দাবি করলেন, যাঁরা ধূমপান করেন তাঁদের করোনা সংক্রমণের ঝুঁকি অনেক কম। এ প্রসঙ্গে ফ্রান্সের বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যাপারে এবার সিগারেটে থাকা নিকোটিনের সাহায্য নেবেন তাঁরা। প্যারিসের বিখ্যাত হাসপাতাল পিতি-সালপাত্রিয়ার গবেষকদের গবেষণায় এ ধরনের তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। অন্যদিকে ওই গবেষণায় দাবি করা হয়েছে, যাঁরা ধূমপান করেন তাঁদের শরীরে করোনার সংক্রমণ অনেক কম হয়েছে।

গবেষকদের দাবি, সিগারেটের তামাকে এমন কিছু রয়েছে যা করোনা প্রতিরোধ করছে। তাই এবার বিজ্ঞানীদের কথায় জানা গেছে, ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রণালয় সবুজ সংকেত দিলেই এ নিয়ে তাঁরা পরীক্ষা নিরীক্ষা শুরু করবে। ইতিমধ্যে ফ্রান্সের একটি সমীক্ষা করা হয়েছিল করোনা আক্রান্তদের ওপর। সূত্রের খবর, ফ্রান্সে 480 জন রোগীর ওপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে, তাঁদের মধ্যে মাত্র 4.5 শতাংশ দৈনিক ধূমপানকারী ছিলেন এবং তাঁরা দ্রুত করোনা সংক্রমণের হাত থেকে মুক্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সমীক্ষার ফল এর ওপর নির্ভর করেই এবার সিগারেটের দ্বারা করোনা প্রতিরোধের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবছেন চিকিৎসকরা এবং ক্লিনিক্যাল টেস্ট করতে চাইছেন তাঁরা। জানা গেছে, করোনা প্রতিরোধে ধূমপান যে কার্যকরী ক্ষমতা দেখিয়েছে তা শুধুমাত্র ফ্রান্সের বিজ্ঞানীদের গবেষণায় উঠে আসেনি, এর আগে চীনেও এরকম একটি গবেষণা চালানো হয়েছিল। সেখানেও জানা গেছে, সমগ্র জনগণের প্রায় 28 শতাংশ হারের তুলনায় প্রতি এক হাজার এর মধ্যে মাত্র 12.8% রোগী ছিলেন যাঁরা দৈনিক ধূমপান করতেন।

বিশেষজ্ঞদের মতে, করোনা সংক্রমণ এখন এমন জায়গায় পৌঁছেছে, মানুষ যেকোন ভাবে এর থেকে মুক্তি পেতে চাইছে। তাই যেকোনোরকম সূত্রকেই যুক্তি দিয়ে বিচার করতে চাইছেন বিজ্ঞানীরা। তবে বিশেষজ্ঞদের একাংশের দাবি, কোভিড-19 কিন্ত ফুসফুস সংক্রান্ত রোগ। সেক্ষেত্রে সিগারেট খেলেও ফুসফুসই আক্রান্ত হয় সব থেকে বেশি। তাই একথা কখনোই জোর দিয়ে বলা যাবেনা, যাঁরা চেন স্মোকার, তাঁদের করোনা সংক্রমণের সম্ভাবনা কম। তবে বিজ্ঞানের সবকিছুই সম্ভব এবং তার জন্য প্রয়োজন দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার। এখন নিজেদের দাবির স্বপক্ষে ফ্রান্সের বিজ্ঞানীরা নতুন কোনও তথ্য সামনে আনতে পারেন কিনা সেদিকেই চোখ থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!