এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মেয়র মুখ কি খুঁজে পেলো বিজেপি? দিলীপ ঘোষের মন্তব্যের জেরে প্রবল জল্পনা, জোর শোরগোল রাজ্যে!

মেয়র মুখ কি খুঁজে পেলো বিজেপি? দিলীপ ঘোষের মন্তব্যের জেরে প্রবল জল্পনা, জোর শোরগোল রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – সুব্রত মুখোপাধ্যায় কি বিজেপির মেয়র মুখ? উঠছে প্রশ্ন। কোরোনার জেরে রাজ্যে পুরভোট আটকে থাকলেও করোনা মিটলেই রাজ্যে হতে চলেছে পুরভোট। আর সেখানেই কি বিজেপির মুখ হতে চলেছেন সুব্রতবাবু – জল্পনা ছড়ালো রাজ্যে। এখন প্রশ্ন কেন এমন জল্পনা ছড়ালো, সুব্রতবাবু দল ছাড়ার কথা ঘোষণা করেননি, সাথেই বিজেপিতে যেতে চান এমন কথাও বলেননি – তবে?

আসলে এই জল্পনা তীব্র হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে। না তিনি সুব্রতবাবু বিজেপিতে আসছেন, মেয়র মুখ হচ্ছেন এমন কোনো দাবি করেননি। কিন্তু তিনি বলেন, “রাজনীতি করার জন্য বলছি না। ফিরহাদ হাকিম পৌরসভার ঐতিহ্যের সঙ্গে বেমানান। সুব্রত মুখার্জিও তো মেয়র ছিলেন। ওনার প্রশাসনিক দক্ষতার কথা আমরা জানি। ওকে তো দল মেয়র করতে পারত। তাহলে এইসব বিতর্ক উঠত না।” যার জেরেই শুরু জল্পনা।

আর এখানেই প্রশ্ন উঠছে, যে বিজেপি তৃণমূলের প্রায় সব নেতা নেত্রীর বিরুদ্ধে আক্রমণ করে, সেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সুব্রত মুখোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন?  বিশেষ করে  ‘ওকে তো দল মেয়র করতে পারত।’ এই মন্তব্যেই শুরু প্রবল জল্পনা। প্রশ্ন উঠছে এই কথা বলে কি সুব্রতবাবুকে বিজেপিতে আহ্বান জানালেন দিলীপবাবু? মেয়রের ‘সম্মান’ দিয়ে দলে আসার জন্য দরজা খুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা শোভন চট্ট্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় অনেকে মনে করেছিলেন যে, তাঁকেই পুরভোটে মুখ করে লড়তে পারে বিজেপি নেতৃত্ব। এই নিয়ে শোভনবাবুকে অনেকবার দলের তরফে বলা হলেও তিনি কার্যত এখনও নিজেকে গুটিয়ে রেখেছেন। এখনো ধন্দে আছেন বিজেপিতে থাকবেন নাকি তৃণমূলে ফেরত যাবেন। ফলে দলও তাঁর উপর বিশেষ ভরসা করতে পারছে না। নতুন রাজ্য কমিটিতে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হলেও, শোভন চট্টোপাধ্যায় ব্রাত্যই থেকে গেছেন।

এদিকে পুরভোট আসন্ন। করোনা আবহ মিটলেই রাজ্যে পুরভোট। আর তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কলকাতা পুরসভা। কেননা কথাতেই আছে, ছোট লালবাড়ির দখল যে দল নেয়, বিশনসভা নির্বাচনে অ্যাডভ্যান্টেজ তারাই পায়। আর সেখানে এমন এক মুখ দরকার যাকে ভরসা করে বিজেপি লড়তে পারবে। সেখানে সুব্রত মুখোপাধ্যায় এক অন্যতম বড় নাম। যিনি এককালে কলকাতার মেয়র ছিলেন আর দক্ষতার সঙ্গে দ্বায়িত্ব পালন করেছেন। ফলে এমন একজন বিজেপিতে এলে তাঁকে মেয়র মুখ করে ভোটে লড়তে বড়সড় অ্যাডভান্টেজ পাবে বিজেপি বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আর এই নিয়েই শুরু জোর জল্পনা তবে কি বিজেপি মেয়র মুখ খুঁজে নিলো – আর সে মুখ হল তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায়? এদিকে সাধন পান্ডে দলের বিরুদ্ধে মুখ খুলেছিলেন যে কারণে নেত্রী তাঁর নাম না করে কড়া বার্তা দিয়েছিলেন দলের বিরুদ্ধে মুখ খুললে দলে থাকার দরকার নেই। এদিকে সুব্রত মুখোপাধ্যায়ও দলের এক হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে নাম না করে তোপ দেগেছিলেন। ফলে নেত্রীর বার্তা তাঁর ক্ষেত্রেও প্রযোজ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এমনকি অতীতেও তাঁর তৃণমূল ছাড়ার নজির আছে। আর এই পরিস্থিতিতে বিজেপির দিকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

কেননা তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা, মন্ত্রী ইতিমধ্যেই বিজেপিতে গেছেন। আরও অনেকে লম্বা লিস্টে আছেন বলে দাবি করে থাকেন গেরুয়া শিবিরের নেতারা। আর সেখানেই জল্পনা শুরু – তবে কি সুব্রত মুখোপাধ্যায়ের প্রসংসা করে পরোক্ষে সেই বার্তাই দিলেন দিলীপ ঘোষ? তাহলে কি সুব্রত মুখোপাধ্যায়কে নিয়ে নতুন সমীকরণ হতে চলেছে বাংলায়? যদিও এই নিয়ে এখনো মুখ খোলেননি সুব্রত মুখোপাধ্যায় নিজে, বিজেপিও সরকারিভাবে তাঁকে দলে নেওয়া নিয়ে কোনো বিবৃতি দেয় নি। তবে, দিলীপবাবুর মন্তব্যের পরে, বঙ্গ রাজনীতি নতুন কি মোড় নেয় সেদিকেই চোখ থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!