এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একের পর এক নতুন বিতর্কে ট্রাম্প! ক্রমশ কমছে জনপ্রিয়তা?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একের পর এক নতুন বিতর্কে ট্রাম্প! ক্রমশ কমছে জনপ্রিয়তা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হয়েছিলেন । প্রসঙ্গত আমেরিকাতে লক্ষ লক্ষ অধিবাসী করণা আক্রান্ত হয়েছেন । এতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট করোনার হাত থেকে বেঁচে ছিলেন কিন্তু এবার তাকেও আক্রান্ত হতে হলো। অন্যদিকে করণা ভাইরাসে আক্রান্ত হলেও কিছুদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে হোয়াইট হাউসের ফিরে এসেছেন বলে জানা গেছে, আর তারপরেই ট্রাম্প এবং জো বাইডেনের রাজনৈতিক দ্বন্দ্ব আবার মাথা চারা দিতে শুরু করেছে ।

আমেরিকাতে সামনে আসছে প্রেসিডেন্ট নির্বাচন এই উপলক্ষে কিছুদিন আগেই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখোমুখি হয়েছিলেন একটি বিতর্কে। আবারো দ্বিতীয়বারের জন্য সেই বিতর্কে অংশগ্রহণ করার কথা ছিল দুজনের। কিন্তু জো বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ট্রাম্প যদি এখনও করোনা আক্রান্ত থাকেন তাহলে তার সঙ্গে বিতর্কে অংশ নেবার কোন প্রশ্নই নেই।

এদিন মার্কিন প্রেসিডেন্ট একটি বিবৃতি করে জানিয়েছেন 15 ই অক্টোবর মায়ামিতে যে বিতর্ক হবে, সেখানে তিনি জো বাইডেনের মুখোমুখি হতে আগ্রহী। অন্যদিকে এই প্রসঙ্গে আরও বলেছেন, চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শ-এর উপর ভিত্তি করেই তিনি বিতর্ক অনুষ্ঠানে যোগ দেবেন। এদিকে, বাইডেনের বক্তব্য, চিকিৎসা সংক্রান্ত নির্দেশিকা অনুসরণ করতে হবে এবং ডাক্তাররা যা পরামর্শ দেবেন, সেই অনুযায়ী কাজ করতে হবে ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের আগে আরও চাপে রাখার জন্যই এই নির্দেশ দিলেন। কেননা মার্কিন মুলুকে ট্রাম্পের থেকে কিন্তু ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জনসমর্থন ক্রমশ বাড়ছে । 30 শে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর এর মধ্যে এনবিসিনিউজ এবং ওয়ালস্ট্রিট জার্নাল একটি সমীক্ষা চালায়। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে জো বাইডেনকে মার্কিন মুলুকে 53 শতাংশ ভোটার সমর্থন করছে। অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে 39 শতাংশ ভোটার।

20 সেপ্টেম্বর যখন এনবিসিনিউজ এবং ওয়ালস্ট্রিট জার্নাল সমীক্ষা চালিয়ে ছিল তখন ট্রাম্পের চেয়ে মাত্র ছয় পয়েন্টে এগিয়েছিলেন বাইডেন বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 14.1। প্রসঙ্গত মার্কিন মুলুকে করোনার পর থেকে মার্কিন প্রেসিডেন্টের জনপ্রিয়তা ক্রমশ নিম্নগামী বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পরেও হোয়াইট হাউস থেকে হাসপাতাল সব জায়গাতেই তার মুখের মাস্ক খুলে ফেলেন।

আর একথা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। ওদিকে এত দ্রুত মার্কিন প্রেসিডেন্ট হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসায় শুরু হয়েছে অন্য বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলেছেন চিকিৎসকদের কি চাপের মুখে মার্কিন প্রেসিডেন্টকে ছেড়ে দিতে হলো? সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন বর্তমান রাষ্ট্রপতি। যা ক্রমশই চাপ বাড়াচ্ছে তাঁর শিবিরের উপর। এখন দেখার নির্বাচনে এর কতটা প্রভাব পরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!