এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > লোকসভায় বিজেপিতে যাওয়া বাম-কং ভোট তৃণমূলমুখী হতেই কি উপনির্বাচনে ম্যাজিক? বাড়ছে জল্পনা

লোকসভায় বিজেপিতে যাওয়া বাম-কং ভোট তৃণমূলমুখী হতেই কি উপনির্বাচনে ম্যাজিক? বাড়ছে জল্পনা


গত লোকসভা নির্বাচনে রাজ্যের 18 টি আসনে বিজেপির জয়লাভের পরেই কার্যত হতবাক হয়ে গিয়েছিল রাজনৈতিক মহল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিজেপির এই জয়ের পেছনে বামফ্রন্ট এবং কংগ্রেস দায়ী। কেননা ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বিভিন্ন লোকসভা কেন্দ্রের ভোটে বামেদের ঝুলি কার্যত শূন্য। আর তাতেই ঘাসফুল শিবির দাবি করে, বামের ভোট রামে যাওয়ার কারণেই বিজেপি এই জয়লাভ করেছে।

তবে লোকসভার 6 মাস পেরোতে না পেরোতেই সদ্যসমাপ্ত রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। যার ফলে রাজনৈতিক বিশ্লেষক থেকে তৃণমূল ঘনিষ্ঠ মহল দাবি করছে, লোকসভায় বাম- কংগ্রেসের ভোট বিজেপিতে গেলেও সদ্য বিধানসভার উপনির্বাচনে যার যার ভোট তার তার ভোটবাক্স পড়েছে, আর তার ফলেই তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। বস্তুত এবারের উপনির্বাচনে বিজেপি শক্ত ঘাঁটি বলে পরিচিত খড়্গপুরে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে 61 হাজার 446 টি ভোট পেয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। যেখানে তৃণমূল প্রার্থী পেয়েছিলেন 34 হাজার 86 টি ভোট। আর 2016 সাল থেকেই বিজেপির এখানে উত্থান ঘটতে শুরু করে। জানা যায়, গত বিধানসভায় এই কেন্দ্রে সিপিএম এবং কংগ্রেস জোটের প্রাপ্ত ভোট ছিল 55 হাজারের কিছু বেশি। আর লোকসভায় দুটি রাজনৈতিক দল পৃথকভাবে লড়াই করায় দুজনেই ধরাশায়ী হয়ে পড়ে। যেখানে এই দুটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট যোগ করে 16 হাজারের কিছু বেশি হতে দেখা যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে ভোট ভাগাভাগি হওয়ার সুবাদে লোকসভা নির্বাচনে মেদিনীপুর কেন্দ্রে জয়লাভ করেন বিজেপির দিলীপ ঘোষ। খড়গপুর বিধানসভায় বিজেপি 45 হাজার 132 ভোট পেয়েছিল। তবে এবার সেই বাম এবং কংগ্রেস জোট করে লড়াই করায় বিধানসভা উপনির্বাচনে এখানে শেষ হাসি হাসল তৃণমূল কংগ্রেস। দেখা গেছে, গত লোকসভার থেকে এবার কংগ্রেস এবং বাম জোট করে এখানে এবার ভোট পেয়েছে 22 হাজার 631 টি। যেখানে তৃণমূল 72 হাজার 893 এবং বিজেপি 52 হাজার 40 টি ভোট পেয়েছে।

অর্থাৎ বাম এবং কংগ্রেস যৌথভাবে লড়াইয়ে তাদের সমর্থকদের ভোট তাদের দিকেই পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যার ফলে বিজেপির ভোটব্যাংক কমে এসেছে। আর তৃণমূলের সমর্থন তৃণমূলের দিকে যাওয়াতেই ঘাসফুল শিবির খড়গপুর দখল করেছে বলে মত পর্যবেক্ষকদের। যদিও বা এই প্রসঙ্গে কি বলছে তৃণমূল এবং বিজেপি এই দুই রাজনৈতিক দল! এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি সমিত দাস বলেন, “গত লোকসভা সিপিএম, কংগ্রেসের ভোট আমাদের দিকে চলে এসেছিল বলেই আমরা অত ভোটে লিড পেয়েছিলাম, এটা ঠিক নয়।”

তিনি আরও বলেন, “আসলে লোকসভায় মোদি ম্যাজিক কাজ করেছিল। এটা বিধানসভা উপনির্বাচন। এখানে লোকাল বিষয়, প্রার্থী নির্বাচন সবকিছুই বড় ফ্যাক্টর। আমরা সব দিক খতিয়ে দেখছি। ভোটার কখনও নির্দিষ্ট কোনো দলের হয় না।” অন্যদিকে এই ব্যাপারে জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি বলেন, “গত লোকসভায় কিছু মানুষকে বিজেপি ভুল বুঝিয়ে নিয়ে গিয়েছিল। এই কয় মাসে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে। তাই আর বিজেপিকে ভোট দিয়ে মানুষ নিজের ভোট নষ্ট করবে না। ফলে আমাদের কাছে এই রেজাল্ট প্রত্যাশিতই ছিল।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!