এখন পড়ছেন
হোম > জাতীয় > অবশেষে ৩১ মের পরেই কি উঠে যাচ্ছে লকডাউন? ক্রমশ বাড়ছে জল্পনা

অবশেষে ৩১ মের পরেই কি উঠে যাচ্ছে লকডাউন? ক্রমশ বাড়ছে জল্পনা


প্রথম দফার পর দ্বিতীয় দফা, তারপর তৃতীয় দফার পর চতুর্থ দফার লকডাউন আদৌ চালু হবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল দেশবাসীর মধ্যে। তবে চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে ভারতবর্ষে। কিন্তু বেশ কিছু ক্ষেত্রে শিথিলতা দেখা গেছে। তবে চতুর্থ দফার পরেই এই লকডাউন সম্পূর্ণরূপে তুলে নেওয়া হবে বলে মনে করছেন একাংশ‌। কিন্তু অনেকে তা মনে করলেও, এই সম্ভাবনা অত্যন্ত কম বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

প্রয়োজনে চতুর্থ দফার লকডাউনের সঙ্গে সংক্রমিত এলাকাকে রেডজোন এবং কনটেইনমেন্ট করে হালকা লকডাউন চালু করা হবে বলে মনে করছেন একাংশ। কেননা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তরফে জানানো হয়েছে যে বর্তমানে তিনটি বিষয় নিয়ে তাদের সব থেকে বেশি উদ্বেগ রয়েছে যার মধ্যে কলকাতা মুম্বাই এবং চেন্নাই ট্রেন চালু এবং হোটেল চালু করা। এর ফলে সেখানে ভাইরাস আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে কেন্দ্রের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই সেদিক থেকে সেই সমস্ত জায়গায় সতর্কতামূলক দৃষ্টি রাখা হচ্ছে। তবে অধিকাংশ রাজ্য চাইছে না এখন লকডাউনকে প্রত্যাহার করে নেওয়া হোক। আর সেই ব্যাপারে ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলা হচ্ছে। তবে বিমান পরিষেবা চালু নিয়ে কিছুটা হলেও বিভ্রান্তি রয়েছে সরকারের অন্দরে। কিন্তু যদি চতুর্থ দফার লকডাউনের পর আবার যদি লকডাউন চালু করা হয়, তাহলে বাণিজ্য, শিল্পক্ষেত্রের পাশাপাশি বেশ কিছু ক্ষেত্র আরও বেশি করে খুলে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

কেননা দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে সচল রাখতে গেলে একদিকে যেমন লকডাউনের মধ্যে দিয়ে চলতে হবে গোটা দেশকে, ঠিক তেমনই পরিস্থিতি আয়ত্তে আনতে অর্থনৈতিক ক্ষেত্রগুলোকেও খুলে দিতে হবে। তাই শেষ পর্যন্ত চতুর্থ দফার লকডাউনের পর এখন আবার লকডাউন হয় কিনা এবং হলেও মানুষের জীবনকে সচল রাখতে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!