এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা বিধ্বস্ত ভারতে নতুন আতঙ্কের নাম “নিসর্গ”! ভয়ঙ্কর জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশ

করোনা বিধ্বস্ত ভারতে নতুন আতঙ্কের নাম “নিসর্গ”! ভয়ঙ্কর জোড়া ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে দেশ


একদিকে করোনা পরিস্থিতি এবং তার মাঝেই সম্প্রতি পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ওপর দিয়ে বয়ে গিয়েছে ভয়াবহ ঘূর্ণিঝড় আমপান। যার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে পশ্চিমবঙ্গের। আর এবার ফের ভারতে আসতে চলেছে বড়সড় ঘূর্ণিঝড়। সূত্রের খবর, মহারাষ্ট্র এবং গুজরাটে এবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় নিসর্গ। যার ফলে প্রবল আতঙ্ক শুরু হয়েছে গোটা দেশজুড়ে। একদিকে এই দুই রাজ্যে করোনা পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে।

তার মধ্যে এই দুই রাজ্যের উপর এই ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়লে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তারা জানিয়েছে, আরব সাগরে দুটি ঘূর্ণিপাক তৈরি হয়েছে। যার ফলে পশ্চিম উপকূলে দুর্যোগ তৈরি হতে পারে। তবে এই দুটি ঘূর্ণিপাকের ফলে একটি ঘূর্ণিপাক অন্যদিকে অভিমুখ নিতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু আরেকটি ঘূর্ণিপাক নিয়েই চিন্তায় রয়েছে সকলে। বুধবারের মধ্যে তা মহারাষ্ট্র এবং গুজরাটের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়বে বলে মনে করা হচ্ছে। জানা গেছে, বর্তমানে এই গভীর নিম্নচাপ গোয়া থেকে 360 কিলোমিটার, মুম্বই থেকে 670 কিলোমিটার এবং সুরাট থেকে 900 কিলোমিটার দূরে রয়েছে। আগামী 12 ঘন্টায় যদি এটি গভীর নিম্নচাপের পর্যায়ে চলে যায় তাহলে তা ঘূর্ণিঝড়ে বর্ষিত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

কিন্তু এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হবে? একাংশের মতে, নিসর্গ নামে এই নতুন ঘূর্ণিঝড় ঘন্টায় 105 থেকে 125 কিলোমিটার বেগে বুধবার সন্ধ্যায় গুজরাট এবং মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়তে পারে। ইতিমধ্যেই এই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আর একের পর এক দুর্যোগ নিয়ে এবার রীতিমতো চিন্তায় রয়েছে ভারতবর্ষ।

একদিকে গোটা ভারতে যখন করোনা পরিস্থিতির সংকটজনক অবস্থা, ঠিক তখনই বিভিন্ন রাজ্যগুলিতে যেভাবে দুর্যোগ শুরু হয়েছে, তা মোকাবিলা করা এখন সত্যিই দুঃসাধ্য হয়ে যাচ্ছে প্রশাসনের পক্ষে। ফলে এখন পরিস্থিতিকে সামনে নিয়ে যদি ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হয় তাহলে কতটা মোকাবিলা করতে পারে প্রশাসন, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!