এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন মেয়র শোভন চ্যাটার্জী?

দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন মেয়র শোভন চ্যাটার্জী?

মুখ্যমন্ত্রীর অতি প্রিয় নেতা শোভন চ্যাটার্জীর সঙ্গে দলের দূরত্ত্বের জল্পনা এখন সর্বত্র। প্রথমে নারদ মামলায় জড়িয়ে গিয়ে সিবিআইয়ের মুখোমুখি, পরবর্তীকালে স্ত্রী রত্না চ্যাটার্জীর বিরুদ্ধে ‘গার্হস্থ্য হিংসার’ অভিযোগে বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের, এমনকি সম্প্রতি সমগ্র ঘটনার পিছনে অন্য এক মহিলার সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ত্বের’ ইঙ্গিত – সব মিলিয়ে দলে কার্যতই কোনঠাসা কলকাতার মহানাগরিক তথা রাজ্যের গুরুত্ত্বপূর্ন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। এর মধ্যে, কলকাতার এক ওয়েব পোর্টালের বিস্ফোরক দাবি তিনি নাকি তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন।

ওই পোর্টালে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, কয়েক সপ্তাহ আগেই, মেয়র শোভনবাবু দলের অন্যতম শীর্ষনেতা তথা দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর ভবানীপুরের অফিসে গিয়ে দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে দিয়েছেন। কিন্তু এই নিয়ে এখনো শোভনবাবু বা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ্যে কিছু জানানো হয় নি। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!