এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দূরত্ব কি আরো বাড়ছে সোমেন মিত্র-অধীর চৌধুরীর? ‘ঘরে বসা’ নিয়ে তীব্র জল্পনা

দূরত্ব কি আরো বাড়ছে সোমেন মিত্র-অধীর চৌধুরীর? ‘ঘরে বসা’ নিয়ে তীব্র জল্পনা


প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব বদল হওয়ার সূত্র ধরেই পরিবর্তন হল ঘরের ঠিকানারও। নতুন সাজে সজ্জিত হচ্ছে প্রদেশ কংগ্রেসের ‘হেড কোয়ার্টার’ বিধানভবন। গত ২১ শে সেপ্টেম্বর অধীর চৌধুরীকে সরিয়ে কংগ্রেসের হাইকমান্ড সোমেন মিত্রকে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির দায়িত্বে আনেন। ওদিন থেকে পাঁচ তলবিশিষ্ট বিধান মেমোরিয়াল ট্রাস্টের ঘরে বসে কার্যভার সামলাতেন তিনি। কিন্তু মহালয়ার পর থেকেই নিজের ঘর বদলে ফেললেন ‘ছোড়দা’।

সূত্রের খবর, অধীর চৌধুরীর ফেলে যাওয়া ঘরে নিজের কাজকর্ম করতে নারাজ তিনি। যে ঘরে সিদ্ধার্থশঙ্কর রায়, বরকত গনি খান চৌধুরি, প্রণব মুখোপাধ্যায়ের মতো প্রাক্তণ প্রদেশ কংগ্রেস সভাপতিরা বসে দায়িত্ব সামলেছেন সেখানেই এবার থেকে বসার ব্যবস্থা করলেন সোমেনবাবু। তার জন্য নতুন রং করা হয়েছে ঘরটিতে – রাখা হয়েছে ইন্দিরা গান্ধীর বড় ছবি। অধীর চৌধুরীর সচিবালয়ে যে ঘর তৈরি হয়েছিল তা ভেঙে ফেলা হয়েছে, সেখানে নতুন করে প্রদেশ কংগ্রেসের ১০ জন পদাধিকারীর জন্য আলাদা করে বসার ব্যবস্থা করেছেন বর্তমান সভাপতি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সোমন মিত্রের নিজের কথায়, “যে ঘরে কংগ্রেস কর্মীরা খোলা মনে আসতে পারতেন, সেখানেই আমি বসতে পছন্দ করি। তারজন্য হাই প্রোফাইল ঘরের প্রয়োজন হয় না”। প্রদেশ কংগ্রেসের আধিকারিকদের পৃথক বসার ব্যবস্থার পাশাপাশি তাঁদের মাসিক বেতনের জন্যেও বিশেষ উদ্যোগ নিয়েছেন সোমেনবাবু বলে জানা গিয়েছে। তবে অধীর চৌধুরী এতোদিন ধরে যে ঘরে বসে প্রদেশ কংগ্রেস সভাপতির কার্যভার সামলালেন, সেই ঘরে বসতে নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির আপত্তি সামনে আসায় জল্পনা শুরু হয়েছে রাজনৈতিকমহলে। অধীরবাবু প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীন বিধান ভবনের তৃতীয় তলকে ‘কর্পোরেট কালচার’-এ মুড়ে দিয়েছিলেন।

সেই ঘরেই বসতে নারাজ নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি। তবে কি অধীর চৌধুরীর সঙ্গে মতাদর্শগত ফারাক রয়েছে সোমেন মিত্রের? তাঁর বক্তব্যেই উঠে এসেছে কার্যভার সামলাতে গেলে ‘হাইপ্রোফাইল’ ঘরের প্রয়োজন হয় না। এই ‘হাইপ্রোফাইল’ শব্দ প্রয়োগটিকে ঘিরেই জোর চর্চা শুরু হয়েছে। সোমেনবাবু কী বলতে চাইছেন তাহলে? প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বভার সামলাতে গিয়ে প্রয়োজনের থেকে বেশি আতিশয্য দেখিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী? সেটাই কি অধীরবাবুকে ঘর পরিবর্তন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চান নয়া প্রদেশ কংগ্রেস সভাপতি? এ প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।

এই প্রশ্নের প্রেক্ষিতেই সোমেন মিত্র-অধীর চৌধুরীর দূরত্বও সামনে এসেছে – এমনকি, এই নিয়ে দলের অন্দরেই গুঞ্জন শুরু হয়েছে। তবে সোমেন মিত্রের বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি অধীরবাবুর তরফ থেকে। প্রসঙ্গত, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষিত মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী। কিন্তু, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদির সরকারকে হঠাতে মরিয়া রাহুল গান্ধী-সোনিয়া গান্ধীরা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতেই বেশি পছন্দ করছেন। রাজনৈতিক মহলে গুঞ্জন, সেই কারণেই দীর্ঘদিন বাদে অধীরবাবুকে প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন নতুন সভাপতির সঙ্গে অধীরবাবুর সম্পর্কের রসায়ন কোনদিকে যায় – সেদিকেই তাকিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!