এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েত নির্বাচনের পরে মুর্শিদাবাদে দলবদলে ‘কল্পনাতীত’ চমক দিতে চলেছে তৃণমূল?

পঞ্চায়েত নির্বাচনের পরে মুর্শিদাবাদে দলবদলে ‘কল্পনাতীত’ চমক দিতে চলেছে তৃণমূল?

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরেই মুর্শিদাবাদে এক ‘কল্পনাতীত’ দলবদল হতে চলেছে বলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন। স্থানীয় সূত্রের খবর, পঞ্চায়েত পর্ব মিটলেই, তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন মুর্শিদাবাদের দু-দুবারের প্রাক্তন সাংসদ ও বামফ্রন্টের অন্যতম সংখ্যালঘু মুখ মইনুল হাসান। আরও জল্পনা তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলে তাঁকে তাঁর পুরোনো কেন্দ্র মুর্শিদাবাদ থেকেই তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়া হতে পারে। ইতিমধ্যেই তিনি আসন্ন পার্টি কংগ্রেসে যাচ্ছেন না বলে জানিয়েছেন, তার থেকেও বড় কথা তিনি বামফ্রন্টের জেলার নতুন সম্পাদকমণ্ডলী গঠিত হলে সেখানেও থাকতে চান না বলে জানিয়ে দিয়েছেন। আর এই সুযোগেই রাজ্যের এক গুরুত্ত্বপূর্ন মন্ত্রী ও তাঁর সংসদ ভাই মইনুল সাহেবকে তৃণমূলে আনতে ঐকান্তিক প্রচেষ্টা চালাচ্ছেন বলে তীব্র জল্পনা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

কিন্তু কেন এই দলবদলকে ‘কল্পনাতীত’ বলা হচ্ছে? মুর্শিদাবাদের স্থানীয় রাজনৈতিক মহলের অভিমত, মইনুল সাহেব বামফ্রন্টের অন্যতম বলিয়ে এবং লিখিয়ে মুখ। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত। বাংলায় বাম শাসনের অবসানের পরেও দলের হয়ে সওয়াল করে গেছেন, চারিদিকে যখন দলে দলে বামফ্রন্ট ছেড়ে শাসকদল তৃণমূল কংগ্রেসে নাম লেখানোর প্রবণতা বেড়েছে তখন তিনি বামফ্রন্টের পতাকা কাঁধে নিয়েছেন। শত প্রলোভনেও টলানো যায় নি তাঁর বাম-সত্ত্বা, কিন্তু সেই তিনিই এখন তৃণমূলে যেতে পারেন – এই কথা কিছুতেই মানতে পারছেন না স্থানীয় বাম নেতা-কর্মীরা। তবে স্থানীয় সূত্রের খবর, বামফ্রন্টের সঙ্গে সুতোটা আলগা হয়েছে মূলত দুটি কারণে। এক, কিছুদিন আগেই তাঁর ‘সম্পত্তি’ নিয়ে প্রশ্ন ওঠে সিপিএমের রাজ্য কমিটিতে, এমনকি বাদও পড়েন রাজ্য কমিটি থেকে। যদিও সেই সম্পত্তি আসলে পৈতৃক সূত্রে প্রাপ্ত। দুই, তিনি নিজে হিন্দুত্ববাদী শক্তির আগ্রাসন ঠেকাতে বিজেপিকে পরাজিত করতে চান। আর তাই প্রয়োজনে কংগ্রেস তো বটেই তিনি হাত ধরতে চান তৃণমূল কংগ্রেসেরও। কিন্তু দল সেকথা মানবে না, আর তাই বিজেপিকে আটকাতে তিনি নিজেই এবার যেতে পারেন তৃণমূল কংগ্রেসে। তবে, এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পঞ্চায়েত ভোট যাক – তার পরে ভাবব, কী করা যায়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!