এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > আইএসএফ নয়, বরং তৃণমূলকে পাশে পেতে আগ্রহী কংগ্রেস হাইকমান্ড, চাঞ্চল্যকর দাবি হেভিওয়েট কংগ্রেস নেত্রীর

আইএসএফ নয়, বরং তৃণমূলকে পাশে পেতে আগ্রহী কংগ্রেস হাইকমান্ড, চাঞ্চল্যকর দাবি হেভিওয়েট কংগ্রেস নেত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বামকংগ্রেস জোট হয়েছিল পরবর্তীতে সেই বাম কংগ্রেসের সঙ্গে যোগ দেয় আইএসএফ কিন্তু প্রথম থেকেই কংগ্রেসের একাংশ আইএসএফ এর সঙ্গে বিশেষ গা মাখামাখি করতে চায়নি এক্ষেত্রে অবশ্যই নাম উঠে আসে অধীর চৌধুরীর কার্যত ব্রিগেডের মঞ্চ থেকেই অধীর চৌধুরীর সঙ্গে আইএসএফ এর মধ্যে একটা দূরত্ব যে তৈরি হয়েছে সে কথা স্পষ্ট হয়ে উঠেছিল কিন্তু কংগ্রেসের মধ্যেই আব্দুল মান্নান আবার আব্বাস সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ রাখতে ইচ্ছুক এমনকি সম্প্রতি তিনি আব্বাসের সঙ্গে দেখা করে এসেছেন ফুরফুরা শরীফে গিয়ে

অন্যদিকে অধীর চৌধুরী সম্প্রতি জানিয়েছিলেন, আইএসএফ এর সঙ্গে কংগ্রেস জোট করেনি বরং জোট হয়েছিল বামেদের। পাল্টা আব্দুল মান্নান আবার জানিয়েছিলেন, জোটের ব্যাপারে নির্দেশ ছিল দিল্লি থেকে। তাই ব্যাপারে আব্দুল মান্নান যে অন্য কারোর কথা শুনবেন না সেকথাও জানিয়ে দিয়েছিলেন। কিন্তু অধীর চৌধুরীর সুরে সুর মিলিয়ে এবার একই কথা বললেন প্রয়াত প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের স্ত্রী শিখা মিত্র। তিনি আইএসএফ কে একেবারে সাম্প্রদায়িক দল বলে চিহ্নিত করলেন। প্রয়াত বিধানচন্দ্র রায়ের জন্মমৃত্যুবার্ষিকী উপলক্ষে এদিন বিধান ভবনে গিয়েছিলেন শিখা মিত্র

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখান থেকেই তিনি ইঙ্গিতপূর্ণভাবে জানিয়েছেন, বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলের সঙ্গে জোট করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। কারন মানুষ তৃণমূলকে সমর্থন করেছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, কংগ্রেস হাইকমান্ডও তৃণমূলকে সমর্থন করছে, কোন সাম্প্রদায়িক দলকে কখনোই সমর্থন করছেনা। এক্ষেত্রে সাম্প্রদায়িক দল বলতে যে আইএসএফকেই চিহ্নিত করা হয়েছে, তা নিয়ে কোন সন্দেহ নেই রাজনৈতিক মহলের। একই সাথে শিখা মিত্র আরও জানিয়েছেন, তৃণমূলকে নিয়ে হাইকমান্ডের মনোভাব স্পষ্ট। শিখা মিত্রর এই দাবি ঘিরেই বর্তমানে রাজনৈতিক মহলে শুরু হয়েছে গুঞ্জন। অনেকেরই জিজ্ঞাস্য, শিখা মিত্র যা বলেছেন, সেটি কি শুধুমাত্র ব্যক্তিগত মত?

নাকি হাইকমান্ডের পক্ষ থেকেও এই ধরনের কথা বলা হচ্ছে? সেক্ষেত্রে 2024 এর লোকসভা নির্বাচন অবশ্যই উল্লেখযোগ্য মোড় নিতে চলেছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, যতক্ষণ না কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা জল্পনা চলতেই থাকবে। অন্যদিকে কংগ্রেস শিবিরে যে চাপা অন্তর্দ্বন্দ্ব চলছে, সে ব্যাপারে একমত রাজনৈতিক বিশ্লেষকরা। তবে শিখা মিত্রর দাবি যদি সত্যি হয়, তাহলে কার্যত 2024 এর লোকসভা নির্বাচনে বড়োসড়ো বিপাকে পড়তে চলেছে গেরুয়া শিবির

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!