এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জল্পনা বাড়িয়ে বিজেপির ছাত্রশাখার আন্দোলনে উপস্থিত ইসলামপুর কান্ডে নিহতের মা

জল্পনা বাড়িয়ে বিজেপির ছাত্রশাখার আন্দোলনে উপস্থিত ইসলামপুর কান্ডে নিহতের মা


এবার রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ইসলামপুর কান্ডে নিহত ছাত্র রাজেশ সরকারের মা ঝর্না সরকার সঠিক বিচারের দাবিতে যোগ দিলেন বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মসূচীতে। আর যা ঘিরে ফের উত্তপ্ত হতে চলেছে রাজ্য রাজনীতি। তবে শুধু ঝর্না সরকারই নয়, এদিন এবিভিপির এই কর্মসূচীতে যোগ দেন এই দাড়িভিটের গন্ডগোলে আহত বিপ্লব সরকারের মা সরস্বতী সরকারও।

জানা যায়, শুক্রবার এই দাড়িভিট ইস্যুতে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে একটি মিছিল বের করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। কিন্তু কিছুদিন যেতেই সেই মিছিল আটকে দেয় পুলিশ। আর এরপরই রাস্তাতেই বসে পড়ে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, এই কর্মসূচী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে দলীয় সদস্যরা এনজেপি স্টেশনে আসলে সেখানে তাদের ওপর লাঠিসোটা নিয়ে চড়াও হয় তৃনমূল কর্মীরা। এইভাবে পুলিশ দিয়ে তাঁদের আন্দোলনকে দমানো যাবে না বলে এদিন জানান এবিভিপির প্রদেশ সভাপতি সপ্তর্ষি সরকার।

অন্যদিকে তৃনমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে খাওয়ার নিয়ে এবিভিপির সদস্যদের মধ্যেই মারামারি হয়েছে বলে জানান এনজেপির তৃনমূল নেতা প্রসেনজিৎ রায়। কিন্তু এবিভিপির এই কর্মসূচীতে নিহত ছাত্র রাজেশ সরকারের মা ঝর্না সরকারের উপস্থিতি নিয়ে প্রশ্ন করলে সেই ঝর্নাদেবী বলেন, “সিআইডির তদন্তে আস্থা নেই। আমরা সিবিআই তদন্ত চাই।” এদিকে এবিভিপি যখন এই দাড়িভিট ইস্যুতে শিলিগুড়ি মাথায় তুলছে ঠিক তখনই সেই শিলিগুড়িতেই পর্যটন মন্ত্রী গৌতম দেবের নেতৃত্বে একটি সম্প্রীতি মিছিলের আয়োজন করে তৃনমূল ছাত্র পরিষদ। চক্রান্ত করে এই রাজ্যকে অশান্ত করছে বিজেপি।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

শনিবার এই কারনে মহামিছিল হবে বলে জানান তৃনমূলের গৌতম দেব। অন্যদিকে শুধু শিলিগুড়িই নয় এদিন এই দাড়িভিটকান্ড নিয়ে রায়গঞ্জে জেলা বিজেপির চার্যালয়ের সামনে চলা রিলে অনশন মঞ্চে যোগ দেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়। এদিন বিজেপির এই কর্মসূচী ঘিরে চরম যানজটের সৃষ্টি হয় শহরে। নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। পরে এই দাড়িভিটের দুই ছাত্রের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলে লকেট চট্টোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে এলেন আর দাড়িভিটে আসতে পারলেন না। এ থেকেই বোঝা যায় উনি রং দেখেই পাশে দাড়ান।” রাজনৈতিক মহলের মতে, দাড়িভিট কান্ডে এদিন মৃত ছাত্রের মাকে দলীয় কর্মসূচীতে এনে ফের রাজ্যের বিরুদ্ধে তোপ দেগে সিবিআই তদন্তের দাবিতে সরব হল বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!