এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবছর আর ISL খেলা হবে না? কার্যত নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলে? ১০ দলের নতুন পদক্ষেপে জল্পনা!

এবছর আর ISL খেলা হবে না? কার্যত নিশ্চিত হয়ে গেল ইস্টবেঙ্গলে? ১০ দলের নতুন পদক্ষেপে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সমর্থকদের জন্য আবার একটি বিরাট দুঃসংবাদ। এ বছর আইএসএল খেলার আসর থেকে বাদ পড়তে চলেছে কলকাতার অন্যতম বিখ্যাত ফুটবল ক্লাব ইস্টবেঙ্গল। সংবাদ সূত্রে জানা গেছে, চলতি বছরে আসন্ন আইসিএলের জন্য দশটি ফুটবল টিম তাদের জার্সির নকশা পাঠিয়েছিল আইসিএল প্রযোজকদের কাছে। কিন্তু গত সোমবার রাত পর্যন্ত সেই তালিকায় ইস্টবেঙ্গল ক্লাবের কোন নাম পাওয়া যায়নি ।অন্যদিকে আন্তর্জাতিক ক্রীড়া ভিডিও গেম প্রস্তুতকারক সংস্থা আইসিএল এর সঙ্গে তাদের বিশেষ টাইআপ করেছে।

আর এই টাইআপ এর ফলে আবার দেখে আমরা লিওয়েন মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের মতো সুনীল ছেত্রী সুব্রত পাল প্রমুখ ভারতীয় ফুটবোলারদেরও ভিডিওগেমের পর্দায় দেখতে পাবো। আর এই উদ্দেশ্যেই গতকাল অর্থাৎ ১০ ই আগস্টের মধ্যে আইসিএল এ থাকার অংশগ্রহণ করা দশটি ফুটবল টিমকে তাদের তিন ধরনের জার্সি যেমন নিরপেক্ষ জার্সি, হোম জার্সি ও অ্যাওয়ে জার্সি আইসিএল কর্তাদের কাছে জমা দেবার কথা বলা হয়েছিল কিন্তু গতকাল রাত পর্যন্ত ইস্টবেঙ্গল এর জার্সি সেখানে জমা পড়েনি।

প্রসঙ্গত, ইস্টবেঙ্গলের তরফ থেকে বেশ কিছুদিন আগে নতুন জার্সি জমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। যা শুনেই ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের মনে আশা করেছিল এবার বুঝি ইস্টবেঙ্গল তাদের লাল হলুদ জার্সির নকশা আইএসএল কতৃপক্ষের কাছে পাঠাতে চলেছে কিন্তু তারপরেই সমস্যা গুরুতর । কারণ ইস্টবেঙ্গলের পুরনো স্পনসর্শিপ সংস্থা ইস্টবেঙ্গল ক্লাব থেকে তাদের স্পনসরশিপ তুলে নেওয়ার পর নতুন করে কোনো কোম্পানিকে স্পন্সরশীপের জন্য খুঁজে আনতে পারেনি ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তারা ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই কারণেই আইএসএল ম্যাচে ইস্টবেঙ্গলের থাকা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে। আইএসএল-এর জনৈক কর্মকর্তা এ প্রসঙ্গে জানিয়েছেন ‘‘ইস্টবেঙ্গলের জার্সি জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদের কানে কিছু পৌঁছয়নি। সপ্তম আইএসএলে যে দশটি দল খেলবে, তাদের তিন ধরনের জার্সির নকশা জমা দিতে বলা হয়েছিল ১০ অগস্টের মধ্যে। সবাই সোমবারই তা পাঠিয়ে দিয়েছে।’’ এককথায়, কোন চূড়ান্ত ম্যাজিক না ঘটলে, আইসিএলে ঠাঁই মিলছে না ইস্টবেঙ্গলের।

অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকদের কাছে আরো একটি বিরাট দুঃসংবাদ অপেক্ষা করে আছে। তা হলো, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ক্লাব আইসিএল আসরে আসা একেবারে পাকা। অর্থাৎ, এবারের আইসিএলে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি খেলা আমরা আর দেখতে পাচ্ছি না এই দুই দলের ডার্বি এখন শুধু কলকাতা লিগ এই দেখতে পাওয়া যাবে।

অন্যদিকে আবার আইএসএল খেলার প্রধান শর্তটি হলো খেলার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। লগ্নিকরি সংস্থা যদি ফুটবল টিমের সঙ্গে না থাকে তবে সে শর্ত পূরণ করা প্রায় দুঃসাধ্য হয়ে পড়ে। প্রসঙ্গত, সম্প্রতি ইস্টবেঙ্গলের সাথে নানা স্পন্সরকারী সংস্থার কথাবার্তা হয়েছে ঠিকই, কিন্তু চূড়ান্তভাবে কোন সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের নিজেদের গাঁটছাড়া ভাবে বাঁধতে পারেনি। পূর্বে লগ্নিকারী সংস্থাগুলিও অকস্মাৎ বিদায় নিয়ে ইস্টবেঙ্গলের সমস্যাকে আরো জটিল করে দিয়েছে।

প্রসঙ্গত এবারের আইসিএলের আসর বসতে চলেছে গোয়াতে। সেটা গতকাল জার্সির নকশা জমা দেওয়ার সময় সংবাদ সূত্রে জানা গেছে। গতকাল সোমবার মুম্বাই থেকে আইসিএলের একটি প্রতিনিধিদল তিন দিনের জন্য গোয়া পরিদর্শনে গিয়েছেন। সেখানে তাঁরা গোয়ার স্টেডিয়াম, ফুটবলারদের অনুশীলনের মাঠ থেকে শুরু করে ফুটবল খেলোয়াড়েরা কোন হোটেলে দিন যাপন করবেন সে সবকিছু খুঁটিয়ে দেখতে চলেছেন।

এই প্রশ্নে গোয়া সরকার ও গোয়ার ফুটবল ফেডারেশন প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন তাঁরা । তাঁদের এই বৈঠকের পরেই সরকারিভাবে ঘোষণা করা হতে চলেছে সপ্তম আইপিএলের কেন্দ্রের নাম। আগামী ২০ থেকে ২৩ সে নভেম্বরের মধ্যে আইসিএলের এবছরের আসর শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী 31 আগস্ট আইসিলের ম্যাচের চূড়ান্ত সূচি প্রকাশ করে দেবার পরিকল্পনা আছে।

অন্যদিকে গতকাল সোমবার শেখ সাহিল মোহনবাগানের সঙ্গে তাঁর তিন বছরের চুক্তি সম্পাদিত করলেন । প্রসঙ্গত, গতবছর মোহনবাগান আই লিগের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল হোতা ছিলেন এই বাঙালি মিডফিল্ডার শেখ সাহিল। আবার গতকাল মুম্বাই সিটি এফসি ছেড়েছেন শুভাশীষ বসু । আসন্ন আইসিএলে এই স্বনামধন্য ডিফেন্ডারেরও মোহনবাগান টাইম খেলার বিরাট সম্ভাবনা আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!