এখন পড়ছেন
হোম > অন্যান্য > ISL শুরুর আগেই নিজেদের ফ্যানেদের জন্য বড়সড় সুখবর শোনালেন ইস্টবেঙ্গল কর্তারা! জানুন বিস্তারে

ISL শুরুর আগেই নিজেদের ফ্যানেদের জন্য বড়সড় সুখবর শোনালেন ইস্টবেঙ্গল কর্তারা! জানুন বিস্তারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে আইএসএল ম্যাচ। চলতি মাসের ২০ তারিখ থেকে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল ম্যাচ শুরু হতে চলেছে। এজন্য গোয়ায় বিশেষ প্রস্তুতি নিচ্ছে ইস্টবেঙ্গল। আইএসএল ম্যাচ শুরু হওয়ার আগেই নিজেদের কো স্পন্সরকারি কোম্পানির নাম ঘোষণা করতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্র অনুযায়ী, খেলা শুরুর কিছুদিন আগে আগামী ১৭ ই নভেম্বর একসঙ্গে তিনটি কো স্পন্সরকারি সংস্থার নাম ঘোষণা করতে চলেছে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। এরপর আরও একটি কো স্পন্সরকারি কোম্পানির ঘোষণা করবে শ্রী সিমেন্ট ইস্টবেঙ্গল ফাউন্ডেশন। এমনই কথা জানানো হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে।

এবারের আইএসএল ম্যাচে ইস্টবেঙ্গল টিমের জার্সিতেও আসতে চলেছে নতুনত্ব। এবার ইস্টবেঙ্গলের লাল-হলুদ জার্সির মাঝখানে দেখা হবে এবারের মূল বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্টের লোগো। তবে, এফএসডিএল ঘোষণা করেছে যে, এ বছর জার্সিতে আরো চারটি কো স্পন্সরকারি কোম্পানির নাম রাখা যাবে। এ কারণেই আগামী ১৭ ই নভেম্বর ইস্টবেঙ্গলের জার্সিতে আরো তিনটি স্পন্সরকারি সংস্থার নাম যুক্ত হতে চলেছে।

ইন্ডিয়ান সুপার লিগ শুরু হতে চলেছে ২০ সে নভেম্বর থেকে। তবে, এই খেলায় ইস্টবেঙ্গল অংশগ্রহণ করতে চলেছে ২৭ সে নভেম্বর থেকে। খেলা শুরুর ৭ দিন পর ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ রয়েছে মোহনবাগানের সঙ্গে। অর্থাৎ, ২৭ সে নভেম্বরের প্রথম ম্যাচেই একেবারে ডার্বির মেজাজে নামতে চলেছে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের সঙ্গে সেদিনের প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের। দুই ঐতিহ্যপূর্ণ ফুটবল টিমের দুর্দান্ত লড়াই সেদিন উপভোগ করতে চলেছেন ফুটবল প্রেমী মানুষেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর আগামী ১ লা ডিসেম্বর মুম্বাই সিটি এফসি বিরুদ্ধে মাঠে নামতে চলেছে লাল-হলুদ শিবির ইস্টবেঙ্গল। এর পর ৫ ই ডিসেম্বর ইস্টবেঙ্গল খেলতে চলেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। আবার, আগামী ১০ ই ডিসেম্বর জামশেদপুর এফসির বিরুদ্ধে এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ। এরপর, ১৫ ই ডিসেম্বর হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে ম্যাচ ইস্টবেঙ্গলের। আবার, আগামী ২০ সে ডিসেম্বর এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে কেরালা ব্লাস্টার্স এর সঙ্গে। ২৬ সে ডিসেম্বর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে চেন্নাইয়ান এফসি-র সাথে।

এরপর, আগামী ৩ রা জানুয়ারি এফসি ওড়িশার সঙ্গে, আগামী ৬ ই জানুয়ারি এফসি গোয়ার সঙ্গে ও আগামী ৯ ই জানুয়ারি ম্যাচ রয়েছে বেঙ্গালুরু এফসির সঙ্গে ইস্টবেঙ্গলের। জানুয়ারি মাসের এই তিনটি ম্যাচের মধ্যে প্রথম অর্থাৎ ৩ রা জানুয়ারির ম্যাচটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে। ৬ ই ও ৯ ই জানুয়ারির ম্যাচ দুটি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হবে। আইএসএল ম্যাচকে ঘিরে টানটান উত্তেজনায় আছেন ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!