এখন পড়ছেন
হোম > অন্যান্য > ISL-এর আগে সৌরভ-সহ বাকি কর্তাদের পদক্ষেপে বাড়ছে হতাশা? মোহন-সমর্থকরা উগরে দিচ্ছেন ক্ষোভ

ISL-এর আগে সৌরভ-সহ বাকি কর্তাদের পদক্ষেপে বাড়ছে হতাশা? মোহন-সমর্থকরা উগরে দিচ্ছেন ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- এবছর আইএসএল নভেম্বরের কুড়ি তারিখে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল আগেই। আর দুদিন আগেই প্রকাশিত হয়েছে আইএসএলের ক্রীড়াসূচী। সেখানে এবছর আইএসএলে অংশগ্রহণকারী এগারটি দলকে মোট ১১৫ টি ম্যাচ খেলতে হবে বলে জানানো হলেও আপাতত ৬০টি ম্যাচের ক্রীড়া সূচি সেখানে দেওয়া হয়েছে বলে দেখা যায়।

তবে শুধু ক্রীড়াসূচি প্রকাশ্যে আসাই নয়, গতকাল খেলার ক্রীড়াসূচি প্রকাশের ২৪ঘন্টা পরে আইএসএলের হ্যান্ডেলে প্রকাশিত একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে বলে জানা গেছে সম্প্রতি। জানা গেছে, আইএসএলের হ্যান্ডেলে সৌরভ গাঙ্গুলির ৪০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা দেখে ক্ষোভ উগরে দিয়েছেন মোহনবাগান অনুরাগীরা।

তবে কি ছিল সেই ভিডিওতে? দেখা গেছে, বাবা এবং ছেলে একজন মোহনবাগান এবং অন্যজন এটিকের ভক্ত। দেখা গেছে, দুজনেই নিজেদের প্রিয় দলের জার্সি ওয়াশিং মেশিনে ফেলে দিচ্ছেন এবং একটা সময় পর সৌরভ বলছেন এটিকে আর মোহনবাগান যখন একসঙ্গে মাঠে নামবে তখন আমাদের জেতাকে আটকাবে কে!

আর তারপরের দৃশ্যেই দেখা যাচ্ছে, ওয়াশিং মেশিনের ভেতর থেকে এটিকে মোহনবাগানের জার্সি বার করে উল্লাস করতে করতে বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছেন বাবা এবং ছেলে। নিচে লাল হলুদ জার্সি গায়ে দিয়ে দুজন চিৎকার করে বলছে এবার আমরা জিতব। উল্টোদিকের বারান্দা থেকেও দুজন লাল-হলুদ সর্মথকরা বলেছেন আমরাও কিন্তু মাঠে আছি, আমাদের ভুললেও চলবে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই ভিডিও পোস্ট হওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সবুজ মেরুন সমর্থকদের। বস্তুত, মোহনবাগান সমর্থকদের বক্তব্য তাদের ক্লাব ১৩১ বছরের পুরনো। কিন্তু সৌরভ গাঙ্গুলী সেক্ষেত্রে বিগত ছয় বছরের কথাই বলে চলেছেন। তাই মোহনবাগান সমর্থকদের মনে হয়েছে যে তাদের ক্লাবের এত বছরের ঐতিহ্য ক্ষুন্ন হচ্ছে এতে।

কারণ আইএসএলে এটিকেকে সমর্থন করতেই সৌরভ গাঙ্গুলী এমন কাজ করেছে বলেই মনে করছেন তাঁরা। বস্তুত এর সঙ্গে যোগ হয়েছে ক্লাবের নাম বদল প্রসঙ্গও। মোহনবাগানের নামের সঙ্গে এটিকে যোগ হওয়ায় অনেকেই মোহনবাগানকে এটিকে নামে ডাকছেন। ফলে এত বছরের পুরনো ক্লাবের যে নাম, সেই মোহনবাগান নামটাই ধীরে ধীরে মুছে যেতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে অনুরাগীরা।

অন্যদিকে সে আগুনে আরো ঘি পড়েছে ইস্টবেঙ্গল প্রসঙ্গে। কারণ ইস্টবেঙ্গলকে আইএসএলে যোগদান করানোর ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে বড় রকমের ‘কৃতিত্ব’ ছিল সে কথা আলাদা করে বলে দিতে হয় না। অন্যদিকে এই ঘটনাতে মোহনবাগানের বোর্ড ডিরেক্টরের ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলী তাদেরই প্রতিদ্বন্দ্বীদের সুযোগ করে দেওয়া নিয়ে, প্রশ্ন তুলতে দেখা গেছে মোহনবাগান সমর্থকদের।

তবে এ বিষয়ে এটিকে মোহনবাগান দলের অন্যতম এক ডিরেক্টর ঘটনার কিছুক্ষণের মধ্যেই বিবৃতি দিয়ে বলেছেন, এটিকে মোহনবাগানের সমস্ত সমর্থকদের আবেগকে সম্মান করা হবে সে কথা তিনি আশ্বস্ত করে বলছেন। কারণ এই ঘটনার পর তারা এই বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখভাল করছেন বলেই জানিয়েছেন তিনি। আর আইএসএলের তরফে এর দ্রুত সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান হয়েছে। তবে বোর্ডের এই ফরমাল মন্তব্য মোহনবাগানের সমর্থকদের আবেগের কাছে কতটা যুক্তিপূর্ণ হবে, সেটাই এখন দেখার অপেক্ষা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!