এখন পড়ছেন
হোম > অন্যান্য > ISL-এর ইতিহাসের প্রথম ডার্বিতেই পতপত করে উড়ল সবুজ-মেরুন পতাকা, দু গোলে ধরাশায়ী মশাল বাহিনী

ISL-এর ইতিহাসের প্রথম ডার্বিতেই পতপত করে উড়ল সবুজ-মেরুন পতাকা, দু গোলে ধরাশায়ী মশাল বাহিনী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গোয়ার তিলক ময়দান। দুই প্রতিদ্বন্দ্বী বল পায়ে এগিয়ে চলেছে একে অন্যকে টপকে। উত্তজনার কয়েক মুহুর্ত। তারপরই ইতিহাস। নেপথ্যে? গতকালের আইএসএলের প্রথম ডার্বি। যেখানে দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে চিরকালীন আবেগকে নাড়া দেওয়া ইস্টবেঙ্গল আর মোহনবাগান।

এবছরই যেখানে এসসি ইস্টবেঙ্গল নতুন করে আইএসএলে অংশগ্রহণ করেছে, যদিও সেখানে অনেক ঝড় পেরোতে হয়েছিল তাদেরকে, সেখানে দুই যুযুধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে লড়াই উপভোগ করার জন্য একটু বেশীই উত্তেজিত ছিল দর্শকমহল।

যদিও এবার দর্শকশূন্য ভাবেই খেলা অনুষ্ঠিত হয়েছে, তবুও মানুষের মধ্যে উত্তেজনার কিছু খামতি হয়নি। এখানে গতকাল হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করতে দেখা গেল এটিকে মোহনবাগানকে। দলের রয় কৃষ্ণ এবং মনবীরের গোলে ২–০ গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারাল তাঁদের কাছে।

বস্তুত, এবছর এটিকে মোহনবাগান তাঁদের প্রথম ম্যাচে জয় পেয়েছিল। তাছাড়া তারা এর আগেও টুর্নামেন্ট জয়ী হয়েছে একাধিকবার। সেখানে এইবছর রয় কৃষ্ণর গোলে কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সকে হারতে হয়েছিল। অন্যদিকে, এদিন ডার্বি দিয়েই নিজেদের প্রথম ISL অভিযান শুরু করে এসসি ইস্টবেঙ্গল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই খেলার শুরু থেকেই কিছুটা রক্ষণ সামলে খেলার দিকে যে তাদের মন ছিল, সেটা বোঝা গেছে। কারণ সেই সময় একটি সহজ সুযোগ পেয়েও শেষপর্যন্ত গোল করতে পারেনি তারা।।আর বিশেষজ্ঞদের মতে সম্ভবত এরপরই ধীরে ধীরে ম্যাচে ফেরে এটিকে মোহনবাগান। এই সময় লাল–হলুদের বাঁ–দিক থেকে বারেবারে আক্রমণ তুলে আনতে থাকে সবুজ মেরুন।

যেখানে বেশ কয়েকবার দুরন্ত সেভও করতে দেখা যায় দেবজিৎকে। ৩৫ মিনিটেও একটি দুরন্ত শট বাঁচান তিনি। তবে প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও আক্রমণাত্মকভাবে খেলা শুরু করে এটিকে মোহনবাগান।

আর তাতেই এসসি ইস্টবেঙ্গল কিছুটা ঘাবড়ে যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, তখনই গোলের মুখ খুলে ফেলে সবুজ–মেরুন শিবির। ৪৯ মিনিটে দুরন্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন রয় কৃষ্ণ। সেসময় এসসি ইস্টবেঙ্গল গোল শোধের জন্য পিলকিংটন–মাঘোমারা মরিয়া হয়ে উঠলেও সবুজ মেরুণের প্রীতম–তিরি–সন্দেশের রক্ষণ প্রত্যেকটি আক্রমণ রুখে দেয়।

এরই মাঝে পিলকিংটনের একটি শট দুরন্ত সেভ করেন গোলরক্ষক অরিন্দম। এরপর ৮৪ মিনিটে একক প্রয়াসে দুরন্ত গোল করেন পরিবর্ত হিসেবে নামা মনবীর। পরে আরও একটি সুযোগ পেয়েছিলেন তিনি। তবে সেটি থেকে আর গোল করতে পারেননি। ফলে শেষপর্যন্ত ২–০ গোলে চির প্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলকে হারায় এটিকে মোহনবাগান। আর এভাবেই কাল ISL সাক্ষী থাকল ঐতিহ্যের ডার্বির।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!