এখন পড়ছেন
হোম > রাজ্য > ইসলামপুরে গুলি চালানোর দায় এড়াতে পারে না বিজেপি-হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ইসলামপুরে গুলি চালানোর দায় এড়াতে পারে না বিজেপি-হুঙ্কার মুখ্যমন্ত্রীর


উত্তর দিনাজপুর ইসলামপুরের দাড়িভিট এখন সম্পূর্ন থমথমে। স্কুলে প্রয়োজনীয় বাংলা শিক্ষকের বদলে উর্দু শিক্ষক কেন নিয়োগ হল তা নিয়ে শুরু হয় ছাত্র আন্দোলন। যেখানে গুলিতে প্রান যায় দুই ছাত্রের। আর এরপরই এই মৃত্যু নিয়ে শুরু হয় তুমুল সোরগোল। বিরোধীদের তরফে দাবি করা হয় যে, পুলিশের গুলিতেই মৃত্যু হয় দুই কলেজ ছাত্রের। ইতালির মিলান থেকে বিজেপিকে তাক করে এদিন মুখ্যমন্ত্রীর হুঙ্কার, দায় এড়াতে পারে না বিজেপি।

পাল্টা শাসকদলের পক্ষ থেকে এই ঘটনায় বহিরাগতর তত্ব খাঁড়া করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এর পেছনে বিজেপি এবং আরএসএসের হাত রয়েছে। যারা এই ঘটনায় দায়ী, তাদের কাউকে রেয়াত করা হবে না।” কিন্তু শিক্ষামন্ত্রী কোন যুক্তিতে এই ঘটনায় বিজেপি বা আরএসএসকে দায়ী করলেন তার প্রমান ওনাকে দিতে হবে আর তা না হলে আগামী 24 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি জানিয়েছে আরএসএস। এদিকে আরএসএস বনাম শিক্ষামন্ত্রীর এই তরজার মাঝেই ইসলামপুরের ঘটনা নিয়ে এবার সেই শিক্ষামন্ত্রীর সুরেই বিজেপির বিরুদ্ধেই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মিলানে এই ব্যাপারে একটি সাংবাদিক বৈঠক ডেকে মুখ্যমন্ত্রী বলেন, “যে কোনো মৃত্যুই দুঃখজনক। কিন্তু স্কুলে শিক্ষক নিয়োগ হলে তা নিয়ে শুধু ছাত্রদের পক্ষে আন্দোলনে নামা সম্ভব নয়। এর পেছনে এক শ্রেনীর ইন্ধন রয়েছে।” কিন্তু এই এক শ্রেনী বলতে কাকে বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সূত্রের খবর, এদিন এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “বহিরাগতরাই এই কান্ড ঘটিয়েছে। মুখে গামছা বেধে যারা এসেছিল তারা কারা? বিজেপি ও আরএসএসকে বলছি আগুন নিয়ে খেলবেন না।” পাশাপাশি যেই ব্যাপার নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বিজেপি এদিন সেই গুলিচালনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “আমার কাছে খবর আছে পুলিশ গুলি চালায়নি।” এদিকে ইসলামপুরের এই ঘটনায় এদিন সাংবাদিক বৈঠক করে বিজেপি আগামী 26 সেপ্টেম্বর বাংলা বনধ ডাকলে তার চরম বিরোধীতা করে বিদেশ থেকে রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, “বিজেপি মানুষকে উসকে দিয়ে এখন বনধ ডাকতে চাইছে। সকলে মিলে এই বনধ রুখে দিন।বাংলায় কোনোও বনধ হবে না। প্রশাসন সবসময় মানুষের পাশে আছে। দোষীরা শাস্তি পাবেই।” সব মিলিয়ে ইসলামপুরের ঘটনায় এবার সেই বিজেপি যোগকেই তুলে ধরলেন বাংলার প্রশাসনিক প্রধান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!