তিন তালাক -এর প্রধান মুখ ইশরাত জাহান বড় পদ পেলেন বিজেপিতে রাজ্য March 7, 2018 তাৎক্ষণিক তিন তালাক প্রথা রদের দাবিতে যে পাঁচ জন মহিলা সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন, তাঁদের অন্যতম ইশরাত জাহান। তাঁর হাত ধরেই সংখ্যালঘু মহিলারা “তিন তালাক ” থেকে মুক্তি পেয়েছেন। কয়েকদিন আগে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন কিন্তু তেমন কোনো বড় পদ পাননি। এবার বিজেপি তাঁকে বড় পদ দিলো। তাঁকে বিজেপির মহিলা মোর্চার সংখ্যালঘু সেলের চেয়ারপার্সন করা হলো। বিজেপি আশা করছে যে তাঁর হাত ধরে সংখ্যালঘু ভোট বাড়বে বিজেপিতে। আপনার মতামত জানান -