এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ইস্তফার সিদ্ধান্ত কেন! শুভেন্দুকে নিয়ে বড় জবাব বিজেপির!

ইস্তফার সিদ্ধান্ত কেন! শুভেন্দুকে নিয়ে বড় জবাব বিজেপির!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –বিধানসভা নির্বাচনের আগে যেন ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি। বর্তমানে একের পর এক তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা যোগ দিতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টিতে। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর তা যেন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এদিকে শুভেন্দুবাবুকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে চাপে রাখতে কিছুদিন আগেই শুভেন্দুবাবু বিজেপিতে যোগদান করার পর তাকে বড়সড় জায়গা দিয়েছিল ভারতীয় জনতা পার্টি।

যেখানে জুট কর্পোরেশনের চেয়ারম্যান করা হয়েছিল তাকে। কিন্তু হঠাৎ করেই এবার সেই চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচনের মুখে শুভেন্দুবাবুর এইভাবে পদ থেকে ইস্তফা দেওয়া রীতিমত গুঞ্জণ বাড়িয়ে দিয়েছে। হঠাৎ করে কেন তিনি এই ধরনের সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে রীতিমতো প্রশ্ন তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর এইরকম পদক্ষেপকে কেন্দ্র করে আসল কারণ ব্যাখ্যা করতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে।

সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, “নির্বাচন নিয়ে ব্যস্ততা বাড়ছে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারী এই পদ থেকে ইস্তফা দিয়েছেন।” কিন্তু একটি সরকারি পদে থাকলে নির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে শুধুমাত্র তিনি সেই জায়গা থেকে ইস্তফা দেবেন, তা মানতে নারাজ একাংশ। অনেকে বলছেন, এর পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে। এর আগে তৃণমূল কংগ্রেস ত্যাগ করার আগে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই বিজেপিতে আসার পর এবার কি দলের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করল তার? আর তাই নির্বাচনের আগে এই পদক্ষেপ নিতে দেখা গেল তাকে? নাকি কৈলাস বিজয়বর্গীয়র দাবি সত্যি? শুধুমাত্র নির্বাচনের ব্যস্ততার কারণে এই পদ ছেড়ে দিতে চলেছেন শুভেন্দু অধিকারী! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে গুঞ্জন।প্রসঙ্গত উল্লেখ্য, এই জুট কর্পোরেশনের চেয়ারম্যানের মেয়াদ ছিল তিন বছর।

সেক্ষেত্রে অস্থায়ী বা পার্টটাইম চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় শুভেন্দু অধিকারীকে। কিন্তু পশ্চিমবাংলার নির্বাচন নিয়ে যখন উত্তেজনা বাড়ছে, তখন এভাবে তার এই পদ থেকে ইস্তফা রীতিমত হতবাক করে দিয়েছে একাংশকে। তবে বড় কোনো বিষয়ের জন্যই যে শুভেন্দু অধিকারী এই পদ ছেড়ে দিয়েছেন, সেই ব্যাপারে নিশ্চিত অনেকে। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!