এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইশতেহারে দেওয়া তিন প্রতিশ্রুতি রাখলেন মমতা, চাপে বিরোধীরা!

ইশতেহারে দেওয়া তিন প্রতিশ্রুতি রাখলেন মমতা, চাপে বিরোধীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথা দিলে যে তিনি কথা রাখেন, তার উদাহরণ এর আগে একাধিকবার পাওয়া গিয়েছে। আর তৃতীয় বার ক্ষমতায় আসতেই নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে একগুচ্ছ চমকপ্রদ প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা দাবি করেছিল, কোনোমতেই এই প্রতিশ্রুতি পূরণ করা সম্ভব হবে না। তবে তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই এবার সেই প্রতিশ্রুতি পূরণের কাজ শুরু করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নির্বাচনী ইশতেহারে থাকার তিনটি প্রধান প্রতিশ্রুতির কথা তুলে ধরে তা পূরণ করার দিকে এগিয়ে যাচ্ছে রাজ্য সরকার বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই বিরোধীরা তৃণমূলের নির্বাচনী ইশতেহারকে নিয়ে প্রশ্ন তুলে দিলেও ক্ষমতায় আসার পর যে সেই ইশতেহার পূরণের দিকেই এখন প্রধান নজর দিতে চলেছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা বলাই যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন উপলক্ষে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ইশতেহার প্রকাশ করেছিল। তৃণমূলও সেখানে তাদের ইশতেহার প্রকাশ করে। যার মধ্যে ছিল, দুয়ারে রেশন প্রকল্প, জেনারেল কাস্টের মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি পরিবারের মহিলাদের হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি এবং ছাত্র ছাত্রীদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি।

স্বাভাবিক ভাবেই মানুষের বিপুল সমর্থন নিয়ে আবার তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর এই পরিস্থিতিতে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে মমতা বন্দ্যোপাধ্যায় কবে উদ্যোগ নেবেন, তা নিয়ে তৈরি হয়েছিল প্রশ্ন। আর এবার এই প্রধান তিন বিষয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস হয়ে গিয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিকে ছাত্র-ছাত্রীদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অন্যদিকে সমাজের সর্বস্তরের গৃহিণীদের সাহায্য, আর দুয়ারে রেশন প্রকল্পের পরিষেবা সুনিশ্চিত করতে এখন থেকেই উদ্যোগ গ্রহণ করল বাংলার সরকার। অর্থাৎ কথা দিয়ে যে তিনি কথা রাখেন, তা আবার প্রমাণ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছে বিশেষজ্ঞদের একাংশ।

অনেকে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ করলেন, ঠিক তেমনই বিরোধীদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিলেন। রাজ্যে এবার 77 টি আসন নিয়ে বিরোধী দলের জায়গা দখল করেছে ভারতীয় জনতা পার্টি। বহু চেষ্টা করেও এবং নির্বাচনী ইশতেহারে বহু চমক দিয়েও তারা রাজ্যের ক্ষমতা দখল করতে পারেনি। আর এই পরিস্থিতিতে নির্বাচনী ইশতেহারে তৃণমূলের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি কেন তারা পালন করছে না, তা নিয়ে বিরোধীদের পক্ষ থেকে প্রশ্ন তোলার প্রক্রিয়া শুরু হয়েছিল।

আর তার মাঝেই বড় তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাস করিয়ে কার্যত বিরোধীদের অস্ত্র কেড়ে নিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আর ইশতেহারে দেওয়া কথা পূরণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আবারও মানুষের কাছে অনেকটা গ্রহণযোগ্য জায়গা পেয়ে গেলেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!