এখন পড়ছেন
হোম > জাতীয় > ইস্তফা দিয়েও রেহাই নেই ইয়েদুরাপ্পার, এবার পেলেন আদালতের নোটিশ,

ইস্তফা দিয়েও রেহাই নেই ইয়েদুরাপ্পার, এবার পেলেন আদালতের নোটিশ,


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথায় বলে, বিপদ কখনও একা আসে না। সদ্য মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তার কয়েকদিনের মধ্যেই এবার আদালতের নোটিশ পেয়েছেন তিনি। আবাসন দুর্নীতি মামলায় নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। আবাসন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল বিএস ইয়েদুরাপ্পা ও অপর এক মন্ত্রীর বিরুদ্ধে। জানা যায়, বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি আবাসন প্রকল্পে ঠিকাদারের কাছ থেকে বহু টাকা নিয়েছিলেন এই দুই মন্ত্রী।

এরপর এই বিষয়টি নিয়ে কর্ণাটক বিধানসভাতে আলোচনা চলে। বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া ইয়েদুরাপ্পার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। বিশেষ আদালতে মামলা চলছে এ সময়। তবে উপযুক্ত প্রমাণ না থাকার কারণে মামলা খারিজ হয়ে যায়। এবার এই মামলায় আদালতের নোটিস গেলেন বি এস ইয়েদদুরাপ্পা ও অপর এক প্রাক্তন মন্ত্রী এস টি সোমশেখর। তাঁদের সকলের বিরুদ্ধে মামলা ইতিমধ্যেই খারিজ হয়ে গিয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, গত মাসে বিশেষ আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সমাজকর্মী টি জে আব্রাহাম। এই মামলা গ্রহণ করেছে আদালত। গতকাল হাইকোর্টের বিচারপতি এস সুনীল দত্ত যাদবের সিঙ্গল বেঞ্চের পক্ষ থেকে আবাসন দুর্নীতি মামলায় নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোটিশ দেওয়া হয়েছে।

নোটিস পেয়েছেন ইয়েদুরাপ্পার ছেলে তথা কর্ণাটক বিজেপির রাজ্য সহ সভাপতি বিওয়াই বিজয়েন্দ্র, প্রাক্তন মন্ত্রী এস টি সোমশেখর, জনৈক আইএএস অফিসার। তাই, মুখ্যমন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়ে আবার বড়সড় বিপাকে পড়তে চলেছেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। এর জল এবার কতদূর গড়ায়? সে দিকে নজর হয়েছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!