এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইস্তফা গৃহীত হতেই ক্রমশ উত্তপ্ত শুভেন্দু-গড়! তৃণমূলের একের পর এক পার্টি অফিস হচ্ছে গেরুয়া!

ইস্তফা গৃহীত হতেই ক্রমশ উত্তপ্ত শুভেন্দু-গড়! তৃণমূলের একের পর এক পার্টি অফিস হচ্ছে গেরুয়া!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে নানা অশান্তি। সেখানে দলের মধ্যেই তাঁকে নিয়ে কার্যত দুটি ভাগ হয়ে যেতে লক্ষ্য করা গেছে। আর তথ্য সূত্রে জানা গেছে, সেইসমস্ত দাদার অনুগামীরা নাকি দাদার ইস্তফা গ্রহণের পরেই আরো বেশি উত্তেজিত হয়ে পড়েছেন।

আর তার প্রভাবই নাকি পড়েছে পূর্ব মেদিনীপুরে। জানা গেছে, পূর্ব মেদিনীপুরের খেজুরিতে এই নিয়ে শুক্রবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বস্তুত, দলের অনেকেই মনে করছেন সেখানে শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরই এমন ঘটনা ঘটেছে। জানা গেছে, রাতের অন্ধকারে তৃণমূলের বেশ কয়েকটি পার্টি অফিসে ভাঙচুর, লুট করা হয় বলে অভিযোগ উঠেছে।

সেখানে শুক্রবার সকালে সেইসব কার্যালয়ে দেখা যায় তৃণমূলের বদলে সেখানে বিজেপির দলীয় পতাকা রয়েছে। ফলে গোটা ঘটনায় অভিযোগের তির যে বিজেপির দিকে গেছে সেটা বলাই বাহুল্য। অন্যদিকে, সেইসঙ্গে এর প্রতিবাদে তৃণমূলের তরফে আজ সকালে বিভিন্ন জায়গায় পথ অবরোধ করা হয়েছে বলে জানা গেছে।

সেইসঙ্গে তৃণমূলের তরফেই পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ উঠতে দেখা গেছে। এক্ষেত্রে তৃণমূল অভিযোগ করেছে যে, শুক্রবার সন্ধে থেকেই খেজুরির বিভিন্ন জায়গায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নাকি তাণ্ডব শুরু করে। সেখানে জনকা, বীরবন্দ-সহ একাধিক এলাকায় মোটর সাইকেল বাহিনী দাপিয়ে বেড়ায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর সেই রাতেই তৃণমূলের ছ’টি পার্টি অফিসে হামলা চালানো হয় বলেও জানা গেছে। সেখানে তৃণমূলের পতাকার বদলে বিজেপির দলীয় পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে বলেও জানান হয়েছে। তৃণমূলের অভিযোগ এভাবেই বিজেপি ভোটের আগে দখলের খেলা শুরু করেছে। সেইসঙ্গে তৃণমূলের আরও অভিযোগ করে যে, ওই রাতে নাকি স্থানীয় কয়েকজন তৃণমূল কর্মীকেও বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়।

শুধু তাই নয়, তাঁদের তুলে নিয়ে গিয়ে বিজেপিতে যোগদানের জন্য চাপ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। যদিও পরবর্তী সময়ে তাঁদের নিরাপদে বাড়ি ফেরানো হয়, তবুও এর নিষ্পত্তি প্রয়োজন বলে পথে নামে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার প্রতিবাদে আজ সকাল থেকেই মিঞামোড় এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মী, সমর্থকরা।

যদিও এই সমগ্র ঘটনায় বিজেপির ওপর ওঠা অভিযোগকে বিজেপি নেতৃত্ব অস্বীকার করেছে। সেইসঙ্গে তাঁদের পালটা অভিযোগ করতে দেখা গেছে যে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। যদিও তৃণমূল অবশ্য জানিয়েছে, পুলিশ সময়মতো পদক্ষেপ নিলে তাদের এতগুলো কার্যালয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালাতে পারত না। অন্যদিকে এই ঘটনাতে পুরো এলাকায় প্রবল আতঙ্ক তৈরি হয়েছে বলেও জানা গেছে।

সেইসঙ্গে স্থানীয় বাসিন্দাদের কথায় উঠে এসেছে ২০০৮ সালের সময়ের কথা। বাম আমলের সেই সময়ে জনআন্দোলনে উত্তপ্ত খেজুরিতে শাসক-বিরোধী সংঘর্ষ, ক্ষতি, প্রাণহানি নিয়ে পুরনো স্মৃতি রোমন্থন করতে দেখা গেছে অনেককে। তাঁদের কথায় এগুলো সেইসময়ের নিত্যদিনের ঘটনা ছিল।

তবে শুক্রবারের রাতের তাণ্ডবের পর আবারও সেই সময়ই ফিরে আসছে বলেই বলতে শোনা গেছে অনেককে। আর সেখানে বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেছেন যে, শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পরই তৃণমূল পার্টি অফিসে হামলা করা হয়েছে। আর সেখানেই বিজেপির কর্মীদের সঙ্গে তাঁর অনুগামীদের যোগ রয়েছে বলেই সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!